বরানগরে জিতে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস ছবি: রাজীব বসু
অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: ২০২১-এর বিধানসভা ভোটে বাঁকুড়া থেকে প্রার্থী হয়ে হেরে গিয়েছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তবে, অন্য অনেকের মতো হেরে গিয়ে রাজনীতি ছেড়ে দেননি বাংলা ছবির অভিনেত্রী। এ বার আশা করেছিলেন, বাঁকুড়া লোকসভা থেকেই তাঁকে প্রার্থী করবে তৃণমূল। কিন্তু প্রার্থীতালিকা ঘোষণা হতেই সেই আশায় জল! তাই বলে এ ক্ষেত্রেও তিনি রণে ভঙ্গ দেননি। বরানগর উপনির্বাচনে প্রার্থী হলে কার্যত মাটি কামড়ে পড়ে থেকে জয়ের শিরোপা আদায় করে নিলেন তিনি।
এ দিন গণনার দিনভর হাড্ডাহাড্ডি লড়াই। শেষমেশ বরানগর বিধানসভার উপনির্বাচনে জয়ী হলেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

এ দিন বাংলার নজর মূলত ৪২ আসনের ফলাফলের দিকেই। তারই মধ্যে অনেকেরই আগ্রহের কেন্দ্রবিন্দু বরানগরের উপনির্বাচনের ফলাফল। এবারে সেখানেও প্রায় সব দলের পক্ষে রয়েছে হেভিওয়েট প্রার্থী। বিজেপির টিকিটে লড়ছেন সজল ঘোষ। তৃণমূল তরফে টিকিট পেয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বামেদের তরফে লড়ছেন তন্ময় ভট্টাচার্য।
সকাল থেকেই হাড্ডাহাড্ডি লড়াই দেখা গিয়েছে এই উপনির্বাচনের ভোটগণনায়। কখনও এগিয়েছেন বিজেপির সজল, কখনও তাঁকে পিছনে ফেলেছেন তৃণমূলের সায়ন্তিকা। তবে, শেষমেশ নিকটবর্তী বিজেপি প্রার্থী সজল ঘোষকে ৮০০৮ ভোটে হারিয়ে তিনি জয়ী হয়েছেন।
প্রসঙ্গত, এদিন সকালে ভোট গণনা শুরু হতে না হতেই দেখা যায় ঝড় তুলতে শুরু করেছেন সজল। কিন্তু, বেলা বাড়তেই ঘুরতে থাকে খেলা। শেষ হাসি হেসেছেন তৃণমূল প্রার্থী।



Be First to Comment