সিজিও থেকে নিজাম প্যালেসের পথে। ছবি: রাজীব বসু
অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: সোমবার সকালে দু’দিনের বিরতির পরে আবার সিবিআইয়ের তলব পেয়ে সিজিও কমপ্লেক্সে গিয়েছিলেন সন্দীপ ঘোষ। তাঁকে সন্ধ্যা পর্যন্ত টানা জিজ্ঞাসাবাদ করা হয়। সন্ধ্যায় সেখান থেকে বার করে সিবিআই আধিকারিকেরা সন্দীপকে নিয়ে যান নিজাম প্যালেসে। অবশেষে গ্রেফতার হলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।
সন্দীপের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তোলেন। এর পাশাপাশি সিবিআই-এর কাছে আর্থিক দুর্নীতি মামলায় যে নাম উঠে এসেছিল তার মধ্যে প্রথমেই ছিল আরজি করের প্রাক্তন অধ্যক্ষের নাম। একই সঙ্গে আরও তিনটি সংস্থার নামও ছিল সেখানে। জানা গিয়েছে, আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় তাঁকে।

সূত্রের খবর, আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের (স্নাতকোত্তরের দ্বিতীয় বর্ষের পড়ুয়া) ধর্ষণ এবং খুনের মামলায় তাঁকে গ্রেফতার করা হয়নি। উল্লেখ্য, গত ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ এবং খুনের ঘটনার পর থেকেই তৎকালীন অধ্যক্ষ সন্দীপের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে নানা মহলে।
সূত্রের খবর, আরজি করে আর্থিক তছরুপের যে একাধিক অভিযোগ জমা পড়েছিল। তার ভিত্তিতে তদন্ত করছিল সিবিআইয়ের দুর্নীতি দমন শাখা সেই অভিযোগের তদন্ত করছিল। সেই শাখার হাতেই গ্রেফতার সন্দীপ ঘোষ। এদিন আরজি করের প্রাক্তন অধ্যক্ষর গ্রেফতারির খবর পেতেই খুশির হাওয়া ছড়িয়ে পড়ে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের মধ্যে। তবে তাঁদের আরও দাবি, সব দোষীদের গ্রেফতার করতে হবে।




Be First to Comment