অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: আজ, শনিবার সপ্তম তথা শেষ দফার ভোট দেশ জুড়ে। এই দফায় পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনের মধ্যে অবশিষ্ট ন’টি আসনে ভোটগ্রহণ চলছে। এ দিন ভোট নেওয়া হচ্ছে দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ কেন্দ্রে।
রাজ্যের ন’টি কেন্দ্র মিলিয়ে মোট ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কুইক রেসপন্স টিম থাকছে ৭৮৮টি। এ ছাড়াও ৩৩,২৯২ জন পুলিশকর্মী মোতায়েন রয়্ছেন সপ্তম দফায়।
সপ্তম দফার ভোটে ন’টি কেন্দ্রে মোট ভোটার এক কোটি ৬৩ লক্ষ ৪০ হাজার ৩৪৫ জন। এঁদের মধ্যে পুরুষ ভোটার ৮৩ লক্ষ ১৯ হাজার ৪৮১ জন। মহিলা ভোটার ৮০ লক্ষ ২০ হাজার ৩২৬ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫৩৮ জন।

প্রসঙ্গত, এ দিন দেশ জুড়ে ৭টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫৭টি লোকসভা আসনে ভোট হচ্ছে। এরই মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ৯টি আসন। এর পাশাপাশি উত্তরপ্রদেশের ১৩টি আসন, বিহারের ৮টি, হিমাচলপ্রদেশের ৪টি, পঞ্জাবের ১৩টি, ওড়িশার ৬টি, ঝাড়খণ্ডের ৩টি ও চণ্ডীগঢ়ে চলছে ভোটগ্রহণ। শেষ দফায় হেভিওয়েট প্রার্থীদের ছড়াছড়ি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অনুরাগ ঠাকুর, অভিষেক বন্দ্যোপাধ্যায়, চরণজিৎ সিং চান্নি, রবিশঙ্কর প্রসাদ, কঙ্গনা রানাউতের মতো হেভিওয়েট প্রার্থীদের ভাগ্যপরীক্ষা আজ।



Be First to Comment