অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: আরজি কর হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় বৃহস্পতিবার শিয়ালদহ আদালতে বিচারপ্রক্রিয়া শেষ হল। আগামী ১৮ জানুয়ারি, শনিবার দুপুরে এই মামলায় সাজা ঘোষণা করা হবে।
গত ১১ নভেম্বর থেকে টানা দু’মাস ধরে বিচারপ্রক্রিয়া চলার পর আদালত অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের শাস্তি নিয়ে সিদ্ধান্ত নিতে প্রস্তুত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এই মামলায় চার্জশিট দাখিল করে অভিযুক্তকেই একমাত্র দায়ী বলে উল্লেখ করেছে এবং তাঁর সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়েছে।
অভিযুক্তের আইনজীবীর দাবি, ঘটনার সঙ্গে তাঁর মক্কেলের কোনও যোগ নেই এবং এটি সম্পূর্ণ সাজানো। তিনি আদালতে জানান, নির্যাতিতার দেহে কোনও ধস্তাধস্তির চিহ্ন ছিল না এবং তাঁর পোশাকও অক্ষত ছিল। সিবিআইয়ের দেওয়া তথ্যপ্রমাণ পর্যাপ্ত নয় বলেও তিনি উল্লেখ করেন।

সিবিআই জানিয়েছে, সিসিটিভি ফুটেজে অভিযুক্তকে ঘটনাস্থলে ঢুকতে ও বেরোতে দেখা গিয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের রিপোর্টের ভিত্তিতে বলা হয়েছে, এক জনের পক্ষেও এই ঘটনা ঘটানো সম্ভব। সিবিআই এই তথ্যপ্রমাণকে ভিত্তি করেই অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি চেয়েছে।
নির্যাতিতার পরিবার আদালতে জানিয়েছেন, তাঁরা মনে করেন এই ঘটনায় আরও কেউ জড়িত থাকতে পারে। তাই নতুন করে বিশদে তদন্ত চেয়েছেন তাঁরা।
উল্লেখ্য, গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালের জরুরি বিভাগের সেমিনার হল থেকে ওই মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়। অভিযোগ, তাঁকে ধর্ষণ ও খুন করা হয়েছিল। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে কলকাতা পুলিশ গ্রেফতার করে। পরে মামলার তদন্তভার নেয় সিবিআই।




Be First to Comment