অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: সকাল হতেই মেঘলা আকাশ। ঝিরঝরে বৃষ্টি। পলকে এসে মিলিয়ে যাওয়া দমকা হাওয়া। একইসঙ্গে ভ্যাপসা গরমে হালকা প্রলেপ। হাওয়া অফিসের পূর্বাভাস, বেলা বাড়ার সঙ্গে আরও বদলাবে আবহাওয়া।
গরমে পুড়ছে গোটা রাজ্য! বাঁকুড়া, পুরুলিয়াতে চলছে তাপপ্রবাহ! প্রায় সব জায়গাতেই ৪০ ছুঁই ছুঁই তাপমাত্রা! এ অবস্থায় প্রায় প্রাণ যায় যায়! এ সবের মধ্যেই কিছুটা হলেও স্বস্তি বয়ে নিয়ে এল ফোঁটা ফোঁটা বৃষ্টি।
আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছে, রবিবার (৭ এপ্রিল) দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলা বৃষ্টির সম্ভাবনা থাকছে। পশ্চিমের জেলা- বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর কার্যত দাবদাহে জ্বলছে। এরপর রবি ও সোমবার স্বস্তির বৃষ্টি দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা কমাতে সাহায্য করবে। রবি ও সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও।

রবিবার দক্ষিণের জেলায় জেলায় কালবৈশাখীর সম্ভাবনা। সেই সঙ্গে বজ্রপাত-সহ বৃষ্টি হবে। সকাল সকাল বেশ কিছু জায়গায় তার মহড়াও শুরু হয়ে গিয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রপাত সহ মাঝারি বৃষ্টি হবে। এরই সঙ্গে প্রায় সব জেলায় হবে ঝড়। তার মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূমে ৬০ কিমি পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
ও দিকে, রবিবার থেকে আগামী বুধবার উত্তরের সব জেলায় ঝড়-বৃষ্টি হবে। এই আবহে আগামী পাঁচদিনের জন্য উত্তরের ৮ জেলায় জারি থাকছে সতর্কতা।




Be First to Comment