Press "Enter" to skip to content

শনি-রবি দু’দিন ধরে বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে দমকা হাওয়া

অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: অস্বস্তিকর ভ্যাপসা গরমের মধ্যে স্বস্তির বৃষ্টি! একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে ঝাড়খণ্ড, ছত্তীসগঢ় ও ওড়িশার উপর। যার ফলে বঙ্গোপসাগর থেক আগত জলীয় বাষ্পের থেকে এই বৃষ্টি। ২০ মার্চ পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস। রয়েছে কালবৈশাখীর আশঙ্কাও।

শুক্রবার সন্ধ্যে গড়াতেই বৃষ্টি নেমেছে কলকাতায়। নাগাড়ে বৃষ্টি হয়েছে শহর ও শহরতলির বেশ কিছু অঞ্চলে। কলকাতা সংলগ্ন জেলাগুলিতেও বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতর থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গা শনি ও রবিবার বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকবে।

শনিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়। তবে তার সঙ্গে দোসর হিসাবে আসছে ঝোড়ো হাওয়া। শনিবার কিছু জায়গায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

এর পর রবিবার কলকাতা ও উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হতে পারে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, হাওড়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।হাওয়া বইতে পারে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে।

ও দিকে, উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকতে চলেছে। তবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে কোথাও কোথাও বর্ষণ হলেএ হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

More from রাজ্যMore posts in রাজ্য »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *