Press "Enter" to skip to content

দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই তীব্র তাপপ্রবাহ, সোম থেকে বৃষ্টির সম্ভাবনা

অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: বইছে গরম হাওয়া। কলকাতা ও লাগোয়া অঞ্চলে আজ ৪১-৪২ ডিগ্রির গরম। দহন জ্বালায় নাভিশ্বাস উঠছে বঙ্গবাসীর। এরই মধ্যে আবহাওয়া দফতরের পূর্বাভাস, চলবে বুধবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই তীব্র তাপপ্রবাহ। এরই মধ্যে থাকছে হালকা বৃষ্টির সম্ভাবনাও!

গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যে তাপপ্রবাহ চলছিল তার মাত্রা অনেকটা বেড়ে গিয়েছে। দক্ষিণবঙ্গের উপকূল ও সন্নিহিত কয়েকটি জায়গা ছাড়া সর্বত্র তীব্র বা সাধারণ তাপপ্রবাহ পরিস্থিতি ছিল। এবার গরমের মরশুমে শুক্রবারই প্রথম কলকাতায় আবহাওয়া দফতরের মাপকাঠিতে ‘তাপপ্রবাহ’ পরিস্থিতির সৃষ্টি হয়। শনিবারেও পরিস্থিতির বদল হয়নি। ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে গেছে কলকাতার তাপমাত্রা। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গিয়েছে। শুষ্ক পশ্চিমী হাওয়ায় গরম বাড়বে পশ্চিমের জেলায়। রবিবার আরও বাড়তে পারে তাপমাত্রা।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার দক্ষিণবঙ্গে অতি তীব্র তাপপ্রবাহ চলবে। রবিবারের মধ্যে কলকাতা ও আশপাশের তাপমাত্রা ৪২ ডিগ্রি হতে পারে বলে পূর্বাভাস। পরিস্থিতি লু-এর মতো অনুভূত হতে পারে। দক্ষিণবঙ্গে বাঁকুড়ায় সর্বোচ্চ ৪৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভূত হতে পারে। ছ’টি জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। এই ছ’টি জেলা হল পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম এবং পশ্চিম বর্ধমান। এই ছয় জেলায় রবিবার পর্যন্ত অতি তীব্র তাপপ্রবাহ চলবে।

এ ছাড়া কলকাতা, হুগলি, হাওড়া, দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া এবং পূর্ব বর্ধমানেও তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

তবে, সোমবার বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সোমবার পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় আবহাওয়ার পরিবর্তন হতে পারে। রয়েছে বৃষ্টির সম্ভাবনা, তবে তা হালকা বর্ষণ। ওই দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে হতে পারে বৃষ্টি। মঙ্গলবার থেকে বৃষ্টি হতে পারে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে। উপকূল-সহ ওড়িশা সংলগ্ন জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার। তবে এই সম্ভাবনা খুবই সামান্য। দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। হালকা বৃষ্টি হলেও তাপমাত্রা কমার সম্ভাবনা নেই।

ও দিকে, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তরবঙ্গের চারটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। ভিজতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার। মঙ্গলবার কোচবিহারেও বৃষ্টি হবে।

More from রাজ্যMore posts in রাজ্য »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *