অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: ক্রমশ বাড়ছে তাপমাত্রার পারদ। এরই মধ্য়ে বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায়। বৃষ্টি চলতে পারে রবিবার পর্যন্ত। তবে বৃষ্টির পাশাপাশি রাজ্য জুড়ে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা এবং পাশের জেলাগুলিতে মুখ ভার আকাশের। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এ দিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান জেলায় হালকা বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা কমবে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। শনিবার পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ওই সাতটি জেলার পাশাপাশি বীরভূমে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় উঠবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা বৃষ্টি হবে।
রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। তবে কোনো জেলায় ঝোড়ো হাওয়া বইবে না। ও দিকে, সপ্তাহের শেষে শনি ও রবিবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে অল্প বৃষ্টির সামান্য সম্ভাবনা উত্তরবঙ্গে। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টির সম্ভাবনা। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া উত্তরে।তাপমাত্রা বাড়বে। সর্বনিম্ন এবং সর্বোচ্চ দুই তাপমাত্রায় বাড়বে।
হাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টি হলেও বাড়তে থাকবে তাপমাত্রা। ইতিমধ্যেই রাতের তাপমাত্রা আরও একটু বেড়েছে। আগামী দু-তিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
Be First to Comment