অনলাইন কোল ফিল্ড টাইমস:
চলতি বছরে প্রাথমিক স্তরের শিক্ষক নিয়োগের টিচার এলিজিবিলিটি টেস্ট (টেট) বাতিল করার সিদ্ধান্ত ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সোমবার পর্ষদের সভাপতি গৌতম পাল এই ঘোষণা করেন। তাঁর মতে, গত দুই বছরের টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে আইনি জটিলতা এবং দেরি হওয়ায় এ বছর টেট স্থগিত রাখা হয়েছে। তবে, আগামী ছ’মাসের মধ্যে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে।
গৌতম পাল বলেন, “২০২২ সালে দায়িত্ব নেওয়ার পর আমরা প্রতি বছর টেট আয়োজনের পরিকল্পনা করেছিলাম এবং টানা দুই বছর সফলভাবে পরীক্ষা গ্রহণ করেছি। কিন্তু, গত দু’বছরের উত্তীর্ণদের নিয়োগ আইনি জটিলতার কারণে সম্পূর্ণ করা যায়নি। তাই এ বছর টেট কিছুটা পিছিয়ে দিচ্ছি।”
২০২২ সালে প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী অংশগ্রহণ করে এবং দেড় লক্ষ পরীক্ষার্থী উত্তীর্ণ হন। পরের বছর ২০২৩ সালের ২৪ ডিসেম্বর প্রায় ২ লক্ষ ৭২ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেন। যদিও, ফল প্রকাশ এখনও সম্ভব হয়নি। পর্ষদ সভাপতির মতে, “আইনি সমস্যাগুলি দূর করে দ্রুত ফল প্রকাশের দিকে এগোচ্ছি। স্বচ্ছতা বজায় রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ।”
কলেজিয়াম অফ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসেস-এর সম্পাদক সৌদীপ্ত দাস এ বিষয়ে বলেছেন, “যেকোনো উদ্যোগ গ্রহণের আগে আইনি দিকগুলি ভাবা উচিত ছিল, কারণ এমন পরিস্থিতি জটিলতা তৈরি করতে পারে।”
Be First to Comment