অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: রবিবার (১০ মার্চ,২০২৪) ব্রিগেডের সভা থেকেই লোকসভা ভোটের আনুষ্ঠানিক প্রচার শুরু করছে তৃণমূল। আর সেই মঞ্চের অন্যতম আকর্ষণ সুবিশাল র্যাম্প। সরাসরি ভিড়ের মধ্যে গিয়ে বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।
লোকসভা ভোটের আগে এই সমাবেশের নাম দেওয়া হয়েছে ‘জনগর্জন সভা’। ব্রিগেডে একে বারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে মঞ্চ তৈরির কাজ। শনিবার তা দেখতে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার থেকেই দূরের জেলার কর্মী-সমর্থকেরা কলকাতায় আসতে শুরু করেছেন। আজ আরও কর্মী-সমর্থক কলকাতায় পৌঁছবেন। শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে আজ ব্রিগেডে যেতে পারেন মমতা।
জানা গিয়েছে, তৃণমূলের সভায় এই প্রথমবার র্যাম্প তৈরি করা হচ্ছে। তিনটি বড় মঞ্চ, তার নীচে আরও দু’টি ছোট মঞ্চ থাকছে শাসকদলের সভায়। আর মূল মঞ্চের মাঝখান থেকে নেমে গিয়েছে ‘র্যাম্প’। থাকছে ৩৩০ ফুট লম্বা এই র্যাম্প। এই র্যাম্প ধরেই মাঠে আসা তৃণমূল কর্মীদের কাছে পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। বক্তব্য রাখবেন হেঁটে হেঁটেই।
একেবারে সামনে থেকে নেতা-নেত্রীদের দেখতে পারবেন উপস্থিত জনতা। বৃহস্পতিবার ব্রিগেডের প্রস্তুতি ঘুরে দেখতে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “এই প্রথমবার এমন ব্যবস্থা হল।” আজ ব্রিগেডে গিয়ে প্রস্তুতি খতিয়ে দেখতে পারেন মমতা।
Be First to Comment