অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, শিলিগুড়ি: আজ (শনিবার) শিলিগুড়িতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরামবাগ, কৃষ্ণনগর, বারাসাতের পরে এ বার পাহাড়ে সভা করবেন তিনি। সরকারি সভা থেকে একাধিক প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি কাওয়াখালিতে রাজনৈতিক সভা করবেন প্রধানমন্ত্রী।
এ দিন দুপুর ৩টে নাগাদ বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়ক পথে কাওয়াখালি এসে পৌঁছাবেন। প্রথমে সরকারি সভা, তার পর জনসভায় যোগ দেবেন তিনি। জনসভার মঞ্চের পাশে সরকারি অনুষ্ঠানের জন্য আলাদা মঞ্চও বাঁধা হয়েছে।
জানা গিয়েছে, শিলিগুড়ি জংশন থেকে রাধিকাপুর পর্যন্ত রেল প্রকল্প, সড়ক মন্ত্রকের নতুন প্রকল্পও ঘোষণা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ ভাবেই প্রায় সাড়ে চার হাজার কোটির টাকার আলাদা আলাদা প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর পর জনসভায় যোগ দেবেন তিনি। কর্মসূচির সময় খানিকটা এগিয়ে আনা হয়েছে।
প্রসঙ্গত, আসন্ন লোকসভা ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা করেনি জাতীয় নির্বাচন কমিশন। তার আগেই বিজেপি প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। এই তালিকায়, বাংলার ২০টি আসন রয়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে এই তালিকায় নেই দার্জিলিঙের নাম। এ দিন প্রধানমন্ত্রী যখন শিলিগুড়িতে আসছেন, তখন এ দিনের সভা থেকে তিনি কী বার্তা দেন সেটাই দেখার।
Be First to Comment