অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, আসানসোল : নাম ঘোষণার পর বিজেপির টিকিটে আসানসোল লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা সরে দাঁড়ান ভোজপুরি তারকা পবন সিং। এ বার তাঁকে নিয়েই করা তৃণমূলের মন্ত্রী বাবুল সুপ্রিয়র করা পোস্টে পাল্টা আঘাত করেছেন ভোজপুরি গায়ক। এই পাল্টা আক্রমণের পর ভোটের বাজার নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে।
পবন সিং এক্স (আগের টুইটার) পোস্টে লেখেন, বাবুল সুপ্রিয় যদি এই গানগুলিকে সঠিক প্রমাণ করেন তবে তিনি রাজনীতি এবং সঙ্গীত উভয় থেকেই অবসর নেবেন। তাঁর কথায়, “আপনি যে চারটি গানের পোস্টার পোস্ট করেছেন; যদি এই চারটি পোস্টারের গানকে সঠিক প্রমাণ করতে পারেন, তবে আমি রাজনীতি এবং সংগীত উভয় থেকেই অবসর নেব… নইলে আপনি।” এর সঙ্গে পবন সিং বাবুল সুপ্রিয়কে ট্যাগ করে লেখেন যে, “আমি কথা বলতে চাইনি কিন্তু আপনি শুধু পবন সিং নয়, ভোজপুরি ভাষা এবং শিল্পীদের ভালবাসেন এমন ৪০ কোটি মানুষের সম্মানে আঘাত করেছেন।”
বলে রাখা ভালো, বিজেপি ভোজপুরি সুপারস্টার পবন সিংকে আসানসোল থেকে প্রার্থী করার ঘোষণা করেছিল, কিন্তু ২৪ ঘন্টা পেরিয়ে যাওয়ার আগেই আসানসোলের প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয় পবনের গানের একটি পোস্টার পোস্ট করলে বিতর্ক শুরু হয়ে যায়। বাবুলই প্রথম অভিযোগ করেন যে, ভোজপুরি অভিনেতা নিজের ছবিতে-গানে বাঙালি মহিলাদের ‘অপমান’ করেছেন। সমাজমাধ্যমে পোস্টও করেন বাবুল।
ঘটনাক্রমে এর পরে, পবন সিং নিজে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে অস্বীকার করেছিলেন। তবে কয়েকদিন পরে তিনি একটি পোস্ট করেছিলেন যে তিনি তাঁর মাকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তবে তিনি কোথা থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা স্পষ্ট করেননি, এখন হঠাৎ তিনি বাবুল সুপ্রিয়কে টার্গেট করে আলোচনায় নতুন হাওয়া জোগালেন।
প্রসঙ্গত, এখনও পর্যন্ত আসানসোল থেকে প্রার্থী ঘোষণা করেনি বিজেপি।
Be First to Comment