কলকাতা: ছয় আসনে প্রার্থী ঘোষণা করল নওশাদ সিদ্দিকির দল। যাদবপুর, ডায়মন্ড হারবার, বালুরঘাট, উলুবেড়িয়া, ব্যারাকপুরের জন্য এ দিন প্রার্থীদের নাম ঘোষণা করেছে আইএসএফ।
ডায়মন্ড হারবারের প্রার্থী করা হয়েছে মজনু লস্করকে। উল্লেখযোগ্য ভাবে, কয়েক দিন ধরেই জল্পনা চলছিল, রাজ্যের এই গুরুত্বপূর্ণ আসনে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হবে খোদ নওশাদ। ডায়মন্ডহারবারে দল বললে প্রার্থী হব বলে নিজেই জানিয়েছিলেন নওশাদ সিদ্দিকি। কিন্তু শেষ পর্যন্ত প্রার্থীতালিকা ঘোষণার পর দেখা গেল অভিষেকের বিরুদ্ধে লড়াইয়ে রণেভঙ্গ দিলেন আইএসএফ নেতা।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নওশাদ প্রার্থী না হওয়ার জেরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়ের পথ আরও মসৃণ হল। কারণ, আইএসএফ কাকে প্রার্থী করছে সে দিকে তাকিয়ে ছিল বিজেপি-ও। ফলে নওশাদ প্রার্থী না হওয়ায় তারাও কার্যত হতাশ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

এক নজরে ৬ কেন্দ্রে আইএসএফ প্রার্থী
ডায়মন্ড হারবার: মজনু লস্কর
যাদবপুর: আইএসএফ প্রার্থী নুর আলম খান
বালুরঘাট: আইএসএফ প্রার্থী মোজাম্মেল হক
ব্যারাকপুর: আইএসএফ প্রার্থী জামির হোসেন
বসিরহাট: আইএসএফ প্রার্থী আক্তার আলি বিশ্বাস
উলুবেড়িয়া: আইএসএফ প্রার্থী মফিকুল ইসলাম
একইসঙ্গে ভগবানগোলা বিধানসভার উপনির্বাচনেও প্রার্থীর নাম জানিয়ে দিল আইএসএফ। সেখানে প্রার্থী হয়েছেন মহম্মদ মুর্শিদল আলম।




Be First to Comment