অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: আজ, বুধবার নতুন পালক জুড়তে চলেছে কলকাতা মেট্রোর মুকুটে। এ বার গঙ্গার তলা দিয়ে চলবে ট্রেন। এ দিন মেট্রোর হাওড়া ময়দান-ধর্মতলা অংশের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সূত্রের খবর, ধর্মতলা থেকে মেট্রোয় চেপে হাওড়া ময়দান পর্যন্ত যাবেন প্রধানমন্ত্রী। আবার ফিরেও আসবেন মেট্রোয় চড়েই৷ দেশে প্রথমবার গঙ্গার নীচ দিয়ে তৈরি হয়েছে এই রেল পথ। সেই ঐতিহাসিক মেট্রো পথেরই পথচলার সূচনা হবে প্রধানমন্ত্রীর হাত ধরে। আর দু’টি মেট্রো রুট চালু হবে প্রধানমন্ত্রীর হাত ধরে। সেগুলির মধ্যে একটি রুট হল নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রোর অরেঞ্জ লাইন। এর পাশাপাশি, জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত মেট্রো পরিষেবারও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বর্তমানে জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো রুট চালু রয়েছে।
উল্লেখযোগ্য ভাবে, মেট্রোর হাওড়া ময়দান-ধর্মতলা অংশে গঙ্গার উপরের জলস্তর থেকে ৩৩ মিটার নীচে তৈরি হয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর জোড়া সুড়ঙ্গ। নদী খাতের থেকে আরও ১৩ মিটার গভীরে পলিমাটির ভিতর দিয়ে গিয়েছে সেগুলি। জোড়া সুড়ঙ্গের পেট চিরে ছুটবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। তবে জলে নেই সুড়ঙ্গ। রয়েছে নদী খাতের পলিমাটির মধ্যে। অর্থাৎ, মেট্রোযাত্রীদের মাথার উপর দিয়ে বয়ে যাবে গঙ্গা।

হুগলি নদীর নীচ দিয়ে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। ১৬.৫ কিলোমিটারের এই পথের ১০.৮ কিলোমিটার থাকছে মাটির তলায়। কাজ শুরু হয়েছিল কয়েক বছর আগে। কিছুদিন আগেই তা শেষ হয়েছে। হয়েছে চূড়ান্ত ট্রায়াল রান। মেট্রোর তরফে ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছে, তাতেই হাওড়া থেকে উত্তর এবং দক্ষিণ কলকাতার ভাড়ার বিবরণ রয়েছে।
মেট্রোর তরফে প্রকাশিত ভাড়ার তালিকা অনুযায়ী, হাওড়া স্টেশন থেকে হাওড়া ময়দান পর্যন্ত ৫ টাকা, ধর্মতলা আসতেও ১০ টাকার টিকিট কাটতে হবে। দক্ষিণেশ্বর যেতে ৩০ টাকা লাগবে। বরাহনগর, নোয়াপাড়া পর্যন্তও ভাড়া ৩০ টাকা। দক্ষিণেশ্বর যেতে ৩০ টাকাই লাগবে। দক্ষিণের মাস্টারদা সূর্যসেন, গীতাঞ্জলী, কবি নজরুল, শহিদ ক্ষুদিরাম, কবি সুভাষ পর্যন্তও ৩০ টাকা ভাড়া।
দমদম পর্যন্ত ২৫, বেলগাছিয়া, শ্যামবাজার পর্যন্ত ২৫ টাকা ভাড়া গুনতে হবে মেট্রোয়। আবার দক্ষিণের কালীঘাট, রবীন্দ্র সরোবর, মহানায়ক উত্তমকুমার, নেতাজি পর্যন্তও ভাড়া ২৫ টাকা। বাইপাসের সত্যজিৎ রায় স্টেশন পর্যন্ত ৩৫ টাকা ভাড়া পড়বে। জ্যোতিরিন্দ্র নন্দী, কবি সুকান্ত পর্যন্ত ৪০ টাকা ভাড়া। দমদম ক্যান্টনমেন্ট যেতে ভাড়া পড়বে ৪০ টাকা। হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনে পর্যন্ত যেতে ৫০ টাকা ভাড়া গুনতে হবে।




Be First to Comment