অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: ভোট দিয়ে বেরিয়ে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিয়ে রীতিমতো সবাইকে চমকে দিলেন মিঠুন চক্রবর্তী। বিজেপি-র তারকা প্রচাক হিসেবে এবারের লোকসভা নির্বাচনেও বাংলায় আগাগোড়া পাওয়া গিয়েছে তাঁকে। শনিবার শেষ দফায় ভোট দিয়ে আগামী পরিকল্পনার কথা জানালেন মিঠুন।
বেলগাছিয়ায় নিজের বুথে ভোট দিয়ে বেরিয়ে আসার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মিঠুন বলেন, ‘‘নির্বাচনের ডিউটি ছিল ৩০ তারিখ (মে) পর্যন্ত। দলের নির্দেশ ছিল। আমি পূরণ করেছি। এ বার আমার কাজ হল পেশাগত জীবনে চলে যাওয়া। শনিবার থেকে আমি আমার পেশাগত জীবনে ঢুকছি। শনিবার থেকে আমি ছবির কাজ করব।’’
একই সঙ্গে তিনি জানান, “এ বার আমার কাজ হল, আমার নিজের সিনেমার জগতে ঢুকে যাওয়া। তাই সিনেমার কথা বলব, রাজনীতির কথা বলব না। পেটটাও তো চালাতে হবে নাকি?”

এ দিকে, মিঠুনের এই মন্তব্যের প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, “হাওয়া বুঝে গিয়েছেন, তাই ফিরে যেতে হচ্ছে।”
উল্লেখ্য, বেলগাছিয়ার বুথে ভোট দিতে গেলে মিঠুনকে ঘিরে উত্তেজনাও ছড়ায়। তৃণমূল কর্মী-সমর্থকেরা মিঠুনকে দেখে ‘চোর চোর’ স্লোগান তোলেন। মিঠুন লাইনে দাঁড়িয়ে ভোটারদের প্রভাবিত করছিলেন বলে অভিযোগ ওঠে।



Be First to Comment