অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: হাইকোর্টকে বিজেপির বিচারালয় বলে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে রায়ের পরেই তীব্র আক্রমণে মুখ্যমন্ত্রী। সোমবার চাকুলিয়ার সভা থেকেই হাইকোর্টকে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর।
সোমবার এসএসসি মামলায় রায় ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। ২০১৬-র গোটা প্যানেলই বাতিল করে দেয়। শুধু তাই নয়, বেআইনিভাবে যাঁরা চাকরি পেয়েছিলেন তাঁদের ফেরাতে হবে বেতন,তাও ১২ শতাংশ সুদ সমেত। আর এই নিয়েই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী।
এ দিন রায়গঞ্জের জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় জানান, প্রায় ২৬ হাজার শিক্ষক চাকরি হারালে তার প্রভাব পড়বে তাঁদের পরিবারের উপর। এই পরিবারগুলির পাশে থাকবেন বলে জানিয়েছেন মমতা। বিজেপি তাঁকে জেলে পাঠালেও সরবেন না। তিনি চ্যালেঞ্জ করে বলেন, ‘‘কী করবেন? আমায় জেলে পাঠাবেন? মানুষের পাশ থেকে সরব না। পরিবারের পাশে আছি।’’

মমতা বলেন, ‘‘এই এক হয়েছে বিজেপির বিচারালয়। না মন্দির, না মসজিদ। রাজনৈতিক বিচার। সেখানে অন্য লোক পিল (পিআইএল বা বিশেষ জনস্বার্থ আবেদন) করলে দেবে কিল। বিজেপি পিল করলে বেল, আমরা পিল করলে জেল। এই তো অবস্থা!’’
কড়া প্রতিক্রিয়ায় মমতা বলেন, “রায় নিয়ে বলার অধিকার আমার রয়েছে। আমি চ্যালেঞ্জ করছি। কারণ ২৬ হাজার ছেলেমেয়ের চাকরি বাতিল মানে প্রায় দেড় লক্ষ পরিবার। বলছে কি না আট বছর তাঁরা চাকরি করেছে, চার সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে। এটা সম্ভব?”
মুখ্যমন্ত্রী জানান, বিচারালয় আসলে বিজেপির। বিচারপতিদের সে ক্ষেত্রে কোনও দোষ নেই। দোষ হল বিজেপির। আর সে কারণেই তিনি চাকরিহারাদের পরিবারের পাশে থাকবেন। কার্যত চ্যালেঞ্জ ছুড়ে মমতা বলেন, “আমি এই অর্ডারকে বেআইনি বলছি। বিচারপতিকে নয়। আমরা এটা নিয়ে উচ্চ-আদালতে যাচ্ছি।”




Be First to Comment