অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: রবিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ‘জনগর্জন সভা’য় বাংলার ৪২ আসনে প্রার্থিতালিকা ঘোষণা করেছে তৃণমূল। টিকিট দেওয়া হয়নি ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে। তবে নিজের সিদ্ধান্তে তিনি। জানিয়ে দিয়েছেন, এ বারের ভোটেও ব্যারাকপুরে থেকেই প্রার্থী হবেন তিনি।
মঙ্গলবার নিজের অফিসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে সেখানে নরেন্দ্র মোদীর ছবি রাখেন অর্জুন। বুধবার সাফ জানিয়ে দেন, তিনি ব্যারাকপুরেই লড়বেন। যদিও কোন দলের হয়ে, তা স্পষ্টভাবে বলেননি। অর্থাৎ অর্জুনের ফের বিজেপিতে যোগ দেওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা।
এ দিকে, শিলিগুড়িতে বুধবার মমতা বলেন, “আমার কিছু বলার নেই। উনি তো এখনও বিজেপির সাংসদ। উনি কিন্তু বিজেপির সাংসদ পদ ছাড়েননি, এটা মাথায় রাখবেন। উনি এখনও বিজেপির টিকিটেই সাংসদ রয়েছেন। তাই এটা ওঁর স্বাধীনতা, কোন পার্টির হয়ে দাঁড়াবেন, না-দাঁড়াবেন। আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। ব্যারাকপুরে আমাদের প্রার্থী পার্থ ভৌমিক। আমাদের সেচমন্ত্রী। ভালো ছেলে। আমি আশা করি পার্থ ভৌমিক মানুষের সমর্থন পাবে।”
মমতার মন্তব্য শোনার পর অর্জুন জানান, “আমি বিজেপিতে আছি, এই কথা বলার জন্য দিদিমণিকে অভিনন্দন জানাই। আমি বিজেপির সাংসদ হয়েও ব্রিগেডে ওঁর মঞ্চে বসেছিলাম—এটা আমার গ্রহণযোগ্যতার পরিচয়। বিজেপির সাংসদ হওয়া সত্ত্বেও ব্রিগেডে ওঁর মঞ্চে আমাকে নিমন্ত্রণ করা হয়েছিল—এটা ভালো লাগছে।”
প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা ভোটে বিজেপির প্রতীকে লড়াই করে ব্যারাকপুরে জয়ী হন অর্জুন। ২০২২ সালে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে জোড়াফুলে এসেছিলেন। তৃণমূল ২০২৪-এর লোকসভা নির্বাচনে টিকিট দেবে, এই আশ্বাসেই তিনি শিবির বদল করেছিলেন বলে অর্জুন একাধিকবার দাবি করেছেন। তবে, ২০২২ সাল থেকে তৃণমূলের সঙ্গে থাকলেও খাতায়কলমে তিনি এখনও বিজেপির সাংসদ।
Be First to Comment