Press "Enter" to skip to content

পশ্চিম বর্ধমানে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৫ হাজারের বেশি, সময় এগনোয় ক্ষোভ অভিভাবকদের

পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছে পুলিশ। নিজস্ব ছবি

নিজস্ব সংবাদদাতা: আজ, শুক্রবার থেকে শুরু হল মাধ্যমিক পরীক্ষা। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরীক্ষার জন্য যাবতীয় পদক্ষেপ নিয়েছে জেলা পুলিশ-প্রশাসন। এ দিন মাধ্যমিক পরীক্ষার্থীদের পেন, চকোলেট ও জলের বোতল দিয়ে শুভেচ্ছা জানানো হয় দুর্গাপুর থানার পুলিশের পক্ষ থেকে।

পরীক্ষা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় সেই উদ্দেশে পরীক্ষা শুরুর আগের দিন বৃহস্পতিবার আসানসোলে মহকুমাশাসকের উপস্থিতিতে একটি প্রশাসনিক বৈঠক করা হয়। মাধ্যমিক পরীক্ষা যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, তার জন্য পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

আসানসোল ও দুর্গাপুরে বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে। জানা গিয়েছে, পশ্চিম বর্ধমান জেলাতে মোট ৮৫টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। এই জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৮ হাজার ১৬৩ জন। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানের জন্য পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

ওই বৈঠকে মহকুমাশাসক বিশ্বজিৎ ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন স্কুল শিক্ষা দফতর, ডব্লিউবিএসইডিসিএল, মোটর ভ্যাহিক্যালসের আধিকারিক ও জেলার জয়েন্ট কনভেনার অফিসাররা।
একই সঙ্গে বৈঠকে এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়েও আলোচনা করা হয়। আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ।

মহকুমাশাসক জানান, শুক্রবার থেকে শুরু হওয়া মাধ্যমিক পরীক্ষা যাতে নির্বিঘ্নে হয় তার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে । পরীক্ষার্থীরা যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে, তার জন্য বিশেষ নজর দেওয়া হয়েছে।

অন্যদিকে, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকেও ট্রাফিক ব্যবস্থা ঠিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সিদ্ধান্ত হয়েছে পরীক্ষার দিনগুলিতে সকাল সাতটা থেকে গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে ও স্কুলের সামনে পুলিশ মোতায়েন ও টহলদারি করা হবে।

আরও জানানো হয়েছে, পশ্চিম বর্ধমান জেলার আসানসোল ও দুর্গাপুর মহকুমায় মোট ৮৫টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। এই বছর জেলার পরীক্ষার্থীদের মধ্যে ১৫ হাজার ৫৬১ জন মেয়ে এবং ১২ হাজার ৬০২ জন ছেলে রয়েছে। আসানসোল মহকুমার ৫২টি কেন্দ্রে ১৬ হাজার ৮১৯ জন এবং দুর্গাপুর মহকুমায় ৩৩টি কেন্দ্রে ১১ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী রয়েছে।

গত ২০২৩ সালে এই পশ্চিম বর্ধমান জেলায় মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২২ হাজার ৬৩৭ জন। সেই দিক থেকে ২০২৩ সালের তুলনায় এই বছর ২০২৪ সালে পশ্চিম বর্ধমান জেলায় ৫ হাজার ৫২৬ জন পরীক্ষার্থী বেড়েছে।

এ দিন সকাল থেকে কুয়াশায় ঢেকেছে সর্বত্র, পাঁচ ফুট দূরের কিছু দেখা যাচ্ছিল না। ঠিক আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। তার উপরপরীক্ষার সময় এগিয়ে নিয়ে আসায় বেজায় ক্ষুব্ধ অভিভাবকেরা। সমস্যায় পড়তে হয়েছে সবাইকে। পরীক্ষা কেন্দ্রে দূর থেকে আসার জন্য খুব ভোরে ঘুম থেকে উঠতে হয়েছে ছাত্র ছাত্রীদের। জীবনের বড় পরীক্ষায় ছাত্রছাত্রীরা নার্ভাস থাকার জন্য চরম সমস্যায় পড়তে হয়েছে অভিভাবকদের, এত দ্রুত প্রস্তুতি নিতে। তাই পরীক্ষার সময় এগিয়ে নিয়ে আসার জন্য ক্ষোভ প্রকাশ করতে ছাড়েননি অভিভাবকেরা।

প্রসঙ্গত, এতদিন পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা শুরু হত সকাল ১১টা ৪৫ মিনিট থেকে। প্রশ্নপত্র পড়ার জন্য দেওয়া হয় ১৫ মিনিট সময়। পরীক্ষা শেষ হয় দুপুর ৩টেয়। এবার মধ্যশিক্ষা পর্ষদের তরফ নতুন সময়ের কথা ঘোষণা করেছে। এবার পরীক্ষা শুরু হচ্ছে ৯ টা ৪৫ মিনিটে আর শেষ হবে দুপুর ১টায়।

More from রাজ্যMore posts in রাজ্য »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *