আসানসোল : দলের সদস্য সংগ্রহ অভিযানে বিশেষ কর্মসূচিতে যোগ দিতে আসানসোলে আসেন দিলীপ ঘোষ ।
এরপর নানা ইস্যুতে রাজ্য সরকার ও রাজ্যের শাসক দল তৃণমুল কংগ্রেসের সমালোচনার সরব হলেন বিজেপির প্রাক্তন সভাপতি ও প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। সরাসরি আক্রমণ করে তিনি বলেন, রাজ্যে লুঠের রাজত্ব চলছে। লুঠের কম্পিটিশন চলছে বলে তাঁর দাবি।
এদিন সকালে দিলীপ ঘোষ আসানসোল শহরের জিটি রোডের একটি পার্কে প্রাতঃভ্রমণ করেন। পরে তিনি আসানসোল জিটি রোডের বাজার সংলগ্ন দলের অফিসে আসেন। সেখানে দলের নেতাদের সঙ্গে তিনি চা চক্রে অংশ নেন । এরপর তিনি আসেন বার্ণপুর বাসস্ট্যান্ডে। দলের তরফে সেখানে সদস্য সংগ্রহ অভিযানের আয়োজন করা হয়েছিল। তার সঙ্গে ছিলেন রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় সহ অন্যরা।
সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকার ও রাজ্যের শাসক দলকে একহাত নিয়ে দিলীপ ঘোষ বলেন, সরকারি টাকা লুঠ করা হচ্ছে। প্রকল্পের নাম বদল করা হচ্ছে। আবাসন, শৌচালয় তৈরি থেকে এখন স্কুল পড়ুয়াদের ট্যাব। এই সরকারের আমলে কোথায় দূর্নীতি হচ্ছে না ? এখন বলা হচ্ছে সাইবার অপরাধ। আসানসোলের বিতর্কিত রূপনারায়ানপুর টোল প্লাজার বিষয়কে টেনে তিনি বলেন, বিভিন্ন জায়গায় এই রকম ঘটনা ঘটছে। নকল রশিদ ছাপিয়ে টাকা তোলা হচ্ছে। প্রশাসন থেকে শুরু করে নেতানেত্রী সবাই সেটিং । সব জায়গায় দুর্নীতি তো হচ্ছে। এই সরকারের রাজত্বে কাটমানি ছাড়া কোনও সাধারণ মানুষ কোনও সরকারি পরিসেবা পাবেন না।
এর সঙ্গে আসানসোলের জামুড়িয়ার বহু কারখানার অবৈধ ভাবে জমি দখল বা নদী চুরির বিষয়কে সামনে রেখে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দীলিপবাবু বলেন, যখন কারখানা তৈরি হয়েছিল তখন একবার পুরনিগম টাকা নিয়েছে। আবার এখন জরিমানা করে টাকা নেবে। কিন্তু জরিমানা করলেই অবৈধটা বৈধ হয়ে যায় না।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, উনি কি সামলাবেন বুঝে উঠতে পারছে না । দল সামলাবেন না, দুর্নীতি সামলাবেন, না কি রাজ্য ?
উল্লেখ্য, এদিন সারাদিন ধরে আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, কুলটি, বারাবনি ও রানিগঞ্জ বিধানসভার একাধিক জায়গায় দিলীপ ঘোষের সদস্য সংগ্রহ অভিযানে যোগ দেওয়ার কর্মসূচি ছিল বলে দলের তরফে জানানো হয়েছে।
Be First to Comment