Press "Enter" to skip to content

বাংলায় ৭ দফায় লোকসভা ভোট, উপনির্বাচন ২ বিধানসভাতেও

নয়াদিল্লি: প্রতীক্ষার অবসান। অবশেষে ঘোষণা হল লোকসভা নির্বাচনের দিনক্ষণ। শনিবার দিল্লিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ২০২৪ সালে, ১৮তম সাধারণ নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করল এ দিন। একই সঙ্গে বিভিন্ন রাজ্যে বিধানসভা ও বিধানসভার উপনির্বাচনেও দিন ঘোষণা করল কমিশন।

কমিশন জানায়, গোটা দেশে ১৮তম লোকসভা নির্বাচন হবে সাত দফায়। এই সাত দফাতেই ভোট হবে পশ্চিমবঙ্গে। সঙ্গে উপনির্বাচন দুই বিধানসভাতেও।

৭ দফায় লোকসভা নির্বাচন

সাত দফায় হবে লোকসভা নির্বাচন। ১৯ এপ্রিল ভোট শুরু হবে। দ্বিতীয় দফায় ভোট ২৬ এপ্রিল। তৃতীয় দফায় ভোট ৭ মে। চতুর্থ দফার ভোট হবে ১৩ মে। পঞ্চম দফার ভোট হবে ২০ মে। ষষ্ঠ দফার ভোট হবে ২৫ মে। সপ্তম দফার ভোট হবে ১ জুন। ৪ জুন গণনা হবে। বিহার, গুজরাত, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, কর্নাটক, তামিলনাড়ুতে উপানির্বাচন হবে। লোকসভার সঙ্গেই সেই উপনির্বাচন হবে। সিকিম, ওড়িশা , অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ—চার রাজ্যে বিধানসভা নির্বাচন হবে লোকসভার সঙ্গে।

বাংলায় ৭ দফায় লোকসভা নির্বাচন

প্রথম দফা: কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার

দ্বিতীয় দফা: দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট

তৃতীয় দফা: মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ

চতুর্থ দফা: বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম

পঞ্চম দফা: বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, শ্রীরামপুর, হুগলি, উলুবেড়িয়া, আরামবাগ

ষষ্ঠ দফা: পুরুলিয়া, বাঁকুড়া, কাঁথি, তমলুক, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বিষ্ণুপুর

সপ্তম দফা:  দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর

২ বিধানসভার উপনির্বাচন

মুর্শিদাবাদের ভগবানগোলা ও উত্তর ২৪ পরগনার বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হবে। ৭ মে ভগবানগোলা ও ১ জুন বরানগরে উপনির্বাচন হবে।

ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি কিছু দিন আগেই প্রয়াত হয়েছেন। অন্যদিকে বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায় ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেওয়ায় ওই আসনটিও খালি হয়েছে। সেই কারণেই এই দুই কেন্দ্রে উপনির্বাচন করাতে হচ্ছে।

More from রাজ্যMore posts in রাজ্য »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *