অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: বাংলায় লোকসভা আসনের সংখ্যা ৪২টি। ২০১৯ সালের লোকসভা ভোটে বাংলা থেকে মোট ১৮টি আসন পেয়েছিল বিজেপি। এবার সেই সংখ্যাটা আরও বাড়ানোর কথা বারবার বলেছে বিজেপি। বঙ্গ বিজেপিকে ৪২-এর টার্গেট বেঁধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্য দিকে, ৩০ থেকে ৩৫টি আসনের লক্ষ্যেই অটল রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শুক্রবার ছিল সাতদফার লোকসভা ভোটের প্রথমদফার ভোটগ্রহণ। ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ১০২টি লোকসভা আসনে ভোটগ্রহণ হয়। ওই দিনই একটি বেসরকারি সংবাদ মাধ্য়মে সাক্ষাৎকার দেওয়ার সময় অমিত শাহ বলেন, “আমরা পশ্চিমবঙ্গে এ বার ৩০ থেকে ৩৫ টা আসনে জিততে চলেছি, এতে কোনও সন্দেহ নেই।”
কীভাবে তিনি এ কথা বলছেন, বা কিসের ভিত্তিতে বলছেন জিজ্ঞাসা করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি পশ্চিমবঙ্গে গত ৮ বছর থেকে কাজ করছি। আমি পশ্চিমবঙ্গের পরিস্থিতি ভালভাবে জানি। তাই এই আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারছি।” এর পর তাঁকে প্রশ্ন করা হয়, তা হলে তৃণমূল গুটিয়ে যাবে? শাহ জানান, “তৃণমূল গুটিয়ে যাবে না, বিজেপি বড় হয়ে যাবে। নির্বাচনে হারজিত রয়েছে, এবং এবার বিজেপির দিকে পাল্লা ঝুঁকছে।”
প্রসঙ্গত, এর আগে পদ্ম শিবিরের অন্যতম শীর্ষ নেতা অমিত শাহ রাজ্যে এসে ৩৫টি আসনের লক্ষ্যমাত্রার কথা বলেছিলেন। তবে মোদীর আশা, আরও বেশি আসন আসবে গেরুয়া শিবিরে। এখন ভোট চলাকালীন দেখা যাচ্ছে, বাংলা নিয়ে নিজের লক্ষ্যেই স্থির রয়েছেন শাহ।





Be First to Comment