Press "Enter" to skip to content

বুথফেরত সমীক্ষাকে ‘ভুয়ো’ বলে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: শনিবার শেষ হয়েছে সাত দফার লোকসভা ভোট। তার পরই একে একে প্রকাশ্যে এসেছে এক্সিট পোল বা বুথফেরত সমীক্ষা। প্রায় সমস্ত বুথফেরত সমীক্ষার দাবি, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবারও কেন্দ্রে ক্ষমতায় ফিরছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। এ দিকে পশ্চিমবঙ্গে আসন সংখ্যার নিরিখে তৃণমূলকে ছাপিয়ে যাবে বিজেপি। এ ধরনের বুথফেরত সমীক্ষাকে ‘ফেক’ বা ভুয়ো বলে অভিহিত করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

টিভি নাইন’ চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তৃণমূল নেত্রী সাফ জানিয়ে দিলেন, “এই সমস্ত এক্সিট পোল ফেক। সিবিআই-আয়কর দফতরকে পিছনে লাগিয়েছে বিজেপি।”

মমতা স্পষ্টতই জানিয়ে দেন, ‘‘আমাদের রাজ্য নিয়ে যেটা দেখাচ্ছে, তাকে আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না, বিশ্বাস করি না।”

তৃণমূল সুপ্রিমোর প্রশ্ন, ‘‘সংবাদমাধ্যম কী করে বলে দিচ্ছে, ওই আসনে ও জিতবে, অমুক আসনে কে জিতবে… কত টাকার বিনিময়ে? আমি এই সংবাদমাধ্যমের হিসাব মানি না। কর্মীদের বলব শক্ত থাকতে। গণনা ভাল করে করতে। যা দেখিয়েছে সংবাদমাধ্যম, তার দ্বিগুণ পাব।’’

এর পরই ওই সংবাদ মাধ্যমের তরফে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়, রাজ্যে কতগুলো আসন জিতবে তৃণমূল? জবাবে মমতা বলেন, ‘‘আমি কোনও নম্বরে যাব না। কিন্তু একটা কথা আপনাদের বলতে পারি, আমরা যে ভাবে মাঠে-ময়দানে নেমে কাজ করেছি, লোকের চোখ দেখেছি, তাতে আমার কখনও মনে হয়নি যে, মানুষ আমাদের ভোট দেবেন না।’’

More from রাজ্যMore posts in রাজ্য »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *