অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: শনিবার সপ্তম দফার ভোট মিটল বিক্ষিপ্ত অশান্তির ঘটনাকে সঙ্গী করে। এ দিন রাজ্যের ৯ আসনে ভোটদানের নিরিখে এগিয়ে রয়েছে উত্তর ২৪ পরগনার বসিরহাট লোকসভা কেন্দ্র। ভোটের আগে থেকেই রাজ্য-রাজনীতির বহুচর্চিত নাম সন্দেশখালি। এই বিধানসভা কেন্দ্রটি বসিরহাট লোকসভার অন্তগর্ত। স্বাভাবিক ভাবে চর্চার বিষয় হয়ে উঠেছে এই পরিসংখ্যান।
বিকেল ৫টা পর্যন্ত বাংলার ৯ আসনে ভোটদানের হার ৬৯.৮৯ শতাংশ। ভোটদানের হারে এখনও এগিয়ে বসিরহাটই সেখানে ভোট পড়েছে ৭৬.৫৬ শতাংশ। দমদমে ভোট পড়েছে ৫৩.০৬ শতাংশ, বারাসতে ৫৯.৬৯ শতাংশ, জয়নগর (এসসি) ৬২.২৪ শতাংশ, মথুরাপুর (এসসি) ৬৩.৬৬ শতাংশ, ডায়মন্ডহারবার ৬১.০৮ শতাংশ, যাদবপুরে ৫৬.৪৯ শতাংশ কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ কেন্দ্রে ভোট পড়েছে যথাক্রমে ৫৯.২৩ শতাংশ ও ৬০.৮৮ শতাংশ। এদিনই বরানগর বিধানসভা কেন্দ্রও উপনির্বাচন রয়েছে। সেখানে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৬৬.৭০ শতাংশ।
বসিরহাটে সবচেয়ে বেশি হারে ভোট পড়ায় শুরু হয়েছে ফলাফল নিয়ে জল্পনা-কল্পনা। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র জানিয়েছেন, সন্দেশখালিতে ‘শান্তিপূর্ণ’ ভোট হচ্ছে। একইসঙ্গে তিনি বলেন, “এই ভোট মা–বোনদের সম্মানের। যাঁরা এতদিন ধরে অত্যাচার সহ্য করছেন তাঁদের ভোট। সন্দেশখালিতে তাই পদ্ম ফুটবেই।”

অন্যদিকে, তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, বিজেপির মিথ্যাচারের বিরুদ্ধে ঢেলে ভোট দিয়েছেন মানুষ। সঙ্গে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনহিতকর প্রকল্পের প্রভাব।
উল্লেখ্য, বসিরহাটে এ বার তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে হাজি নুরুল ইসলামকে। বাম–কংগ্রেসের জোট প্রার্থী নিরাপদ সর্দার। এখন দেখার, শেষ হাসি কার?



Be First to Comment