আরজি কর কাণ্ডের পর থেকে সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সব মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে সিভিক ভলান্টিয়ার সরানোর নির্দেশ কলকাতা পুলিশের।
অনলাইন কোলফিল্ড টাইমস: সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণের পর কলকাতা পুলিশ সব মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল থেকে সিভিক ভলান্টিয়ার সরিয়ে নিয়েছে। বৃহস্পতিবার কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) মিরাজ খালিজ এক নির্দেশিকা জারি করে সন্ধ্যা ৬টার মধ্যে সমস্ত স্কুল এবং হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব থেকে সিভিক ভলান্টিয়ারদের সরানোর নির্দেশ দিয়েছেন।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় আরজি কর মামলার শুনানিতে সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ এবং কাজের পদ্ধতি নিয়ে কৌতূহল প্রকাশ করেন। তার পরই রাজ্য পুলিশের নির্দেশে সব জেলা এবং কমিশনারেটের পুলিশ সুপারদের কাছে তাঁদের এলাকায় থাকা সরকারি মেডিক্যাল কলেজ, হাসপাতাল, স্কুল এবং অন্যান্য স্পর্শকাতর স্থানে মোতায়েন সিভিক পুলিশের বিষয়ে রিপোর্ট চাওয়া হয়।
আরজি কর কাণ্ডে এক সিভিক ভলান্টিয়ারকে প্রধান অভিযুক্ত হিসেবে দেখিয়ে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। সুপ্রিম কোর্টে গত ১৫ অক্টোবর আরজি কর মামলায় সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে, এবং আদালত জানায় যে, হাসপাতাল ও স্কুলের মতো সংবেদনশীল জায়গায় সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা যাবে না। আদালত রাজ্য সরকারকে নির্দেশ দেয় সিভিক ভলান্টিয়ারদের নিয়োগের আইনি ভিত্তি, মোট সংখ্যা, এবং তাঁদের ভেরিফিকেশন পদ্ধতি নিয়ে হলফনামা জমা দিতে।
আরজি কর মামলার পরবর্তী শুনানি ৫ নভেম্বর, তার আগেই সিভিক ভলান্টিয়ারদের নিয়ে কলকাতা পুলিশের এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
Be First to Comment