অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: টানা কয়েক দিন ধরেই মেঘলা আকাশ। বৃষ্টির আনাগোনা লেগেই রয়েছে বাংলায়। সঙ্গে দমকা হাওয়া। মঙ্গলবারেও দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। ইতিমধ্যেই ২০ মার্চ পর্যন্ত কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে।
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, বৃহস্পতিবার পর্যন্ত এ রকমই আবহাওয়া চলবে। তার পর হাওয়া বদলের সম্ভাবনা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজ মূলত মেঘলা আকাশ। বিকেল বা সন্ধের দিকে কালবৈশাখীর সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
মঙ্গলবার দক্ষিণবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বুধবার আরও একটি ঝঞ্ঝা তৈরির সম্ভাবনা। অক্ষরেখা রয়েছে বিদর্ভ থেকে কেরল পর্যন্ত। যার জেরে মঙ্গলবার থেকে বাড়বে বৃষ্টি ও ঝড়ের গতিবেগ। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে।
পাশাপাশি শিলাবৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে এ দিন। ঘণ্টায় প্রায় ৫০-৬০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। এই ঝড় বৃষ্টির কারণে দিনের তাপমাত্রাও কম থাকবে। তবে রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
Be First to Comment