সোমবার হাইকোর্টে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ছবি: রাজীব বসু
অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: কথামতোই সোমবারই সব মামলা থেকে অব্যাহতি নিয়ে নিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জানিয়ে দিলেন, “আমি এখন থেকে নিজেকে অন্য কাজে নিয়োজিত করব।” নতুন করে বলার নয়, সেই নতুন কাজ নিয়েই চলছে হাজারো জল্পনা। কারণ, রাজনীতিতে আসার কথা শোনা গিয়েছে তাঁর নিজের মুখেই।
এ দিন নিয়ম মেনেই এজলাসে আসেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আর সেখানেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানান আইনজীবী কমলেশ ভট্টাচার্য-সহ অন্য আইনজীবীরা। আদালত সূত্রে খবর, কমলেশ বলেন, “আপনি চলে গেলে অনেক ক্ষতি হবে। আমাদের ছেড়ে যাবেন না। আপনার কাজ এখনও শেষ হয়ে যায়নি।”

তবে সেই আর্জি কার্যত তৎক্ষণাৎ খারিজ করে দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। স্পষ্ট জানিয়ে দেন, “আমি এখন থেকে নিজেকে অন্য কাজে নিয়োজিত করব। যাওয়ার সময় হয়ে এসেছে। আমার জায়গায় অন্য কেউ আসবেন। তিনি নিশ্চয়ই আপনাদের সুরাহা করবেন।” এ ভাবেই আইনজীবী ও সাধারণ মানুষের দিকে হাত নেড়ে শেষবারের মতো এজলাস ছাড়লেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
গতকালই জানিয়ে দিয়েছেন, মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে সেই ইস্তফাপত্র দেবেন। তার পরই রাজনীতিতে যোগ দেওয়ার কথা তাঁর। মূল প্রশ্নগুলির মধ্যে রয়েছে, কোন দলে যোগ দেবেন তিনি? সেই দলে যোগ দিয়ে আসন্ন লোকসভা ভোটে প্রার্থী হবেন কি? কোন কেন্দ্র থেকে প্রার্থী হবেন তিনি?
এমন সব প্রশ্নের সম্ভাব্য উত্তর নিয়ে জল্পনা-কল্পনা চললেও নিজে মুখে তিনি নিজে কিছুই বলেননি। একটি মহলের দাবি, অতীত সম্পর্কের জেরে তৃণমূলে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা নেই। ঘটনার গতিপ্রকৃতি বলছে, তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। বিজেপিতে যোগ দেওয়ার পর পূর্ব মেদিনীপুরের তমলুক অথবা উত্তর ২৪ পরগনার বারাসত কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।




Be First to Comment