অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: বুধবার থেকেই মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে আয়কর হানা। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন তাঁর বাড়ি থেকে বের হননি আয়কর আধিকারিকেরা।
ঘটনায় প্রকাশ, বুধবার সকাল ৭টার পর নিউ আলিপুরের সাহাপুর কলোনিতে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে পৌঁছে যান আয়কর আধিকারিকরা। আয়কর আধিকারিকেরা বাড়ির ভিতরে স্বরূপ বিশ্বাস ও তাঁর স্ত্রী জুঁই বিশ্বাসের সঙ্গে কথা বলেন বলেও জানা গিয়েছে।
জানা যায়, সবমিলিয়ে ৬ জায়গায় আয়কর হানা শুরু হয়। পাঁচটি দলে ভাগ হয়ে বেহালা-সহ কলকাতার বেশ কয়েকটি জায়গায় আয়কর আধিকারিকরা তল্লাশি চালান। যার মধ্যে রয়েছে স্বরূপ বিশ্বাসের স্ত্রী জুঁই বিশ্বাসের তৃণমূল কার্যালয়ও। এর পাশাপাশি স্বরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ রিয়্যাল এস্টেট ব্যবসায়ীর বাড়িতেও আয়কর হানা দিয়েছে। ওই ব্যবসায়ীর দু’টি সংস্থার বিরুদ্ধে আয়কর ফাঁকিরও অভিযোগ উঠেছে।
কী কারণ তাঁর বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে তা আনুষ্ঠানিক ভাবে জানা যায়নি। সূত্রের খবর, প্রোমোটারি সংক্রান্ত আয়কর ফাঁকির অভিযোগে দুটি সংস্থায় তল্লাশি চলছে। আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ খতিয়ে দেখতেই ২৪ ঘণ্টা ধরে চলছে তল্লাশি। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, উদ্ধার হয়েছে বেশ কিছু নথিপত্র।
আয়কর দফতর সূত্রে জানা গিয়েছে, রির্টান ফাইল সংক্রান্ত কিছু গরমিলের অভিযোগ রয়েছে, সে কারণে প্রাসঙ্গিক নথির জন্য তল্লাশি চালাচ্ছে তারা। অন্য দিকে, তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই তল্লাশি। কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে লোকসভা ভোটের আগে মন্ত্রীর ভাইয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চাইছে বিজেপি।
Be First to Comment