অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: সোমবার রাজ্য় পুলিশের ডিজি পদ থেকে রাজীব কুমারকে সরানোর নির্দেশ দেয় জাতীয় নির্বাচন কমিশন। তারপরেই তাঁকে সরানো হয়। আর এবার সেই পদে আনা হল বিবেক সহায়কে।
সোমবার বিকেলে নির্বাচন কমিশনের তরফ থেকে রাজীব কুমারকে সরিয়ে রাজ্যকে বিকেল ৫টার মধ্যে তিনটি নাম পাঠাতে হবে। বিকেল ৫টার আগেই ঘোষণা হল নতুন ডিজি-র নাম। রাজ্য সরকারের তরফ থেকে কার কার নাম ডিজি পদের জন্য পাঠানো হয়েছল, তা উল্লেখ করা হয়েছে কমিশনের বিজ্ঞপ্তিতে। সেই তালিকায় সবার ওপরেই ছিল বিবেক সহায়ের নাম। তিনি ছিলেন হোম গার্ডের ডিজি পদে। এছাড়াও নাম ছিল আইপিএস সঞ্জয় মুখোপাধ্য়ায় ও আইপিএস রাজেশ কুমারের। কমিশন বিবেক সহায়ের নামই শিলমোহর দেয়।
বলে রাখা ভালো, এর আগে রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল ও কম্যান্ড্যান্ট জেনারেল (হোমগার্ডস)-এর দায়িত্বে ছিলেন ১৯৮৮ ব্যাচের আইপিএস অফিসার বিবেক সহায়।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দেয় জাতীয় নির্বাচন কমিশন। সেই চিঠিতে জানান হয়, ডিজির পদ থেকে অবিলম্বে সরিয়ে দিতে হবে রাজীব কুমারকে। এমনকী নির্বাচন সংক্রান্ত কোনও দায়িত্বে তাঁকে রাখা যাবে না বলেও চিঠিতে উল্লেখ করে দেয় কমিশন। নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপের পর রাজীব কুমারকে ফের একবার তথ্যপ্রযুক্তি দফতরের সচিব পদেই ফেরত পাঠিয়েছে রাজ্য সরকার৷
Be First to Comment