অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: মঙ্গলবার সাতসকালে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন রাজ্যের প্রথম সারির শিল্পপতি হর্ষ নেওটিয়া (হর্ষবর্ধন নেওটিয়া)। জানা গিয়েছে, সকাল সাড়ে ১০টা নাগাদ তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। তার আগেই তিনি পৌঁছে যান ইডির দফতরে।
সাংবাদিকদের তিনি জানিয়েছেন ইডির তলবের পরেই তিনি উপস্থিত হয়েছেন এখানে। তবে কোন মামলায় তাঁকে তলব করা হয়েছে, সে বিষয়ে মুখ খোলেননি শিল্পপতি। সিজিও কমপ্লেক্সে ঢোকার আগে হর্ষ নেওটিয়া বলেন, “বলব, বেরিয়ে বলব।”
অম্বুজা নেওটিয়া গ্রুপের কর্ণধার হর্ষবর্ধন নেওটিয়া। মূলত নির্মাণ কাজের সঙ্গে জড়িত তাঁর কোম্পানি। পশ্চিমবঙ্গে একাধিক শিল্প গড়ে তুলেছেন তিনি। তবে শিল্পপতি হর্ষবর্ধনকে কেন ডাকা হল, কোন মামলায় তলব করল ইডি, সেই সব প্রশ্নের এখনও কোনো স্পষ্ট জবাব মেলেনি।

বলে রাখা ভালো, এই প্রথম নয়। এর আগেও একবার হর্ষ নেওটিয়াকে তলব করেছিল ইডি। সেটা ২০১৫ সালের ঘটনা। ঘটনায় প্রকাশ, সেবার সারদা মামলায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন হর্ষ । তবে, এ বার তাঁর হাজিরা বাংলার শিল্পমহলে আলোড়নের সৃষ্টি করেছে। কারণ, কলকাতা তথা বাংলার শিল্পমহলে যথেষ্ট জনপ্রিয় তিনি। লোকসভা ভোটের আবহে তাঁকে তলব করায় বিষয়টি নিয়ে রাজনৈতিক জল্পনা-কল্পনাও অমূলক নয়।




Be First to Comment