অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: শুক্র ও শনিবার দিনভর শিয়ালদহ মেন ও উত্তর শাখায় হয়রানির স্বীকার যাত্রীরা। আজ, রবিবার থেকে পরিষেবা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা। অন্য দিকে, রক্ষণাবেক্ষণের কাজের জন্য হাওড়া শাখায় বেশ কিছু ট্রেন বাতিল থাকছে এ দিন।
শিয়ালদহ মেন ও উত্তরশাখায় যাত্রীদের ভোগান্তি চরমে গত দু’দিন ধরে। প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজের জন্য বন্ধ শিয়ালদহ স্টেশনের ৫টি প্ল্যাটফর্ম। বন্ধ ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম। বাতিল বহু লোকাল, শতাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।
তবে, শিয়ালদহের ডিআরএম অফিস সূত্রে শনিবার রাতে জানা গিয়েছে, যে গতিতে চলছে কাজ, তাতে সব মিটতে রবিবার দুপুর পেরিয়ে যাবে। তার পরেই স্বাভাবিক ভাবে ট্রেন চলাচল করবে। বলে রাখা ভালো, এর আগেও পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছিলেন, রবিবারই শিয়ালদহের নির্ধারিত কাজ শেষ হয়ে যাবে। তার পরেই স্বাভাবিক হবে পরিষেবা। কর্তৃপক্ষের মতে, রবিবার দুপুরে কাজ শেষ হলেও পরিষেবা স্বাভাবিক হতে হতে সোমবার সকাল পেরিয়ে যেতে পারে বলে অনুমান ।

রেল সূত্রে খবর, ব্যান্ডেল-হাওড়া লোকাল ৩৭৭৪৯, ৩৭২৪০, ৩৭২৪২, কাটোয়া-হাওড়া লোকাল ৩৭৭৪৮, তারকেশ্বর থেকে ৩৭৩২৬ ট্রেনগুলি রবিবার বাতিল থাকছে। এছাড়া, ০৩০৭৬ আজিমগঞ্জ-কাটোয়া মেমু স্পেশ্যাল বিকেল ৪.৪০-এর জায়গায় ৫.২০ মিনিটে ছাড়বে। ৩৭৩১৭ হাওড়া- তারকেশ্বর লোকাল সকাল ৯.৩০-এর পরিবর্তে ৯.০৫-এ ছাড়বে। রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া-ব্যান্ডেল, হাওড়া-বর্ধমান এবং খান্না-গুমানি সেকশনের মধ্যে রেললাইনে কাজের জন্য এই ট্রেন বাতিল বা যাত্রাপথ সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল ৯.০৫ থেকে বিকেল ৫.৩০ পর্যন্ত এই কাজ চালানো হবে।



Be First to Comment