অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: ঘূর্ণিঝড় রেমাল বিদায় নিয়েছে। মঙ্গলবার বেড়েছে তাপমাত্রার পারদ। এই পরিস্থিতি বজায় থাকলেও সঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আজ, বুধবারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। তবে, ভারী বৃষ্টির পূর্বাভাস নেই কোথাও।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, বুধবার থেকে কলকাতা-সহ দক্ষিণের বেশির ভাগ জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মু্র্শিদাবাদ, নদিয়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।
এর পর বৃহস্পতিবার অর্থাৎ (৩০ মে) বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মু্র্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও এই জেলাগুলির সব জায়গায় বৃষ্টি হবে না। কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

শুক্রবার (৩১ মে) দক্ষিণের ওই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলায় হতে পারে হালকা বৃষ্টি। শনিবার (১ জুন) সপ্তম দফার লোকসভা ভোটের দিন দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। পরের দিনেও একই ধরনের সম্ভাবনা রয়েছে।
ও দিকে উত্তরবঙ্গে, আজ থেকে ১ জুন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি জারি থাকবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের বুলেটিনে। এর জেরে এই তিন জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে আজ থেকে থেকে ১ জুন পর্যন্ত। এরপরও ৩ মে পর্যন্ত এই তিন জেলায় বৃষ্টি হবে। এছাড়া দুই পাহাড়ি জেলা – দার্জিলিং এবং কালিম্পঙে বজ্রপাত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকবে ৩ মে পর্যন্ত। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও এই ক’দিন বৃষ্টি হবে।



Be First to Comment