Press "Enter" to skip to content

আগামী ৩ দিন রোদ ঝলমলে, ২৩ থেকে ২৫ অক্টোবর দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গে

অনলাইন কোলফিল্ড টাইমস: আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে বলে অনুমান আবহাওয়াবিদদের।

আগামীকাল থেকে তিন দিনের জন্য ঝলমলে আবহাওয়া থাকবে বলেই আপাতত পূর্বাভাস হাওয়া অফিসের। তবে তার পরেই ভোলবদল হতে পারে আবহাওয়ার। ২৩ অক্টোবর থেকে পরিস্থিতি বদলে যেতে পারে। ২৩ থেকে ২৫ অক্টোবরের মধ্যে দক্ষিণবঙ্গে ঝড়ো হাওয়া বইতে পারে এবং প্রবল বৃষ্টি হতে পারে।

২৪ অক্টোবর দিনটি সবচেয়ে দুর্যোগপূর্ণ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে, এই সময়ে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, ঘূর্ণিঝড়ের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বঙ্গোপসাগরে শীঘ্রই একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে চলেছে, যা পরবর্তীকালে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। এর ফলে ওড়িশা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গে সরাসরি আঘাত হানবে কি না, তা এখনো নিশ্চিত নয়। যদিও প্রায় ৩০ শতাংশ সম্ভাবনা রয়েছে যে, ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ উপকূলের দিকে ধেয়ে আসতে পারে।

 ২৪ অক্টোবর দক্ষিণবঙ্গে এর প্রভাব পড়লে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই সময়ে সমুদ্রের জলস্তরও বাড়তে পারে এবং উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করার সম্ভাবনা রয়েছে।

More from রাজ্যMore posts in রাজ্য »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *