কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় গরমের দাপট বাড়তে চলেছে। রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বজায় থাকবে চড়া তাপমাত্রা। রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
সোমবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াস, ১৮ মার্চ তা হতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াস, ১৯ মার্চ শহরের সর্বোচ্চ তাপমাত্রা কমে হতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। এরপর ২০ তারিখ তা আরও কমে ৩৪ ডিগ্রি হতে পারে এবং ২১ মার্চ তা নামতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।
পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

ও দিকে, উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে রবিবার বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী ২২ মার্চ পর্যন্ত উত্তরবঙ্গে আর বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।




Be First to Comment