কলকাতা: আগামী বুধবার (১৪ ফেব্রুয়ারি ২০২৪) সরস্বতী পুজো। স্কুল, কলেজের মতো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান-সহ ক্লাব ও সংগঠনের তরফে সরস্বতীর আরাধনার প্রস্তুতি তুঙ্গে। কলকাতার ৬ নম্বর এসপ্ল্যানেড ইস্ট (সিধো-কানহো ডহর, কলকাতা – ৭০০ ০৬৯)-এ সরস্বতী পুজোর আয়োজন করেছেন চিত্র সাংবাদিকরা।
চিত্রসাংবাদিকদের আয়োজিত চতুর্থ বর্ষের সরস্বতী পুজোর বিশেষ আকর্ষণ — আলোকচিত্র প্রদর্শনী।
প্রদর্শনীর বিস্তারিত:
- তারিখ: ১৪ এবং ১৫ ফেব্রুয়ারি, ২০২৪
- সময়: সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত
- স্থান: ৬, এসপ্ল্যানেড ইস্ট (সিধো-কানহো ডহর, কলকাতা – ৭০০ ০৬৯)
প্রদর্শনীতে অংশগ্রহণ:
- পশ্চিমবঙ্গ-সহ দেশ ও বিদেশের বিভিন্ন জায়গা থেকে ২০০-র বেশি সংবাদ মাধ্যম ও সংবাদ সংস্থায় কর্মরত চিত্রসাংবাদিকরা এই প্রদর্শনীতে অংশ নিচ্ছেন।
আশা করা হচ্ছে, এই আলোকচিত্র প্রদর্শনী শিল্প ও সংস্কৃতিপ্রেমীদের কাছে ব্যাপক আকর্ষণ তৈরি করবে।
Be First to Comment