বিজেপি রাজ্য দফতরে আনুষ্ঠানিক ভাবে দলবদল করলেন তাপস রায়। ছবি: রাজীব বসু
অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: সোমবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তাপস রায়। তার আগে গত ১ মার্চ তিনি সরকারি ও সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। বুধবার আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিলেন তিনি। গত কয়েকদিনের মতো এদিনও তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি।
গত কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল বিজেপি-তে যোগ দিতে চলেছেন বরানগরের বিধায়ক। এ দিন তিনি জানান, সকালে তাঁকে ফোন করেছিলেন কেন্দ্রীয় বিজেপির তরফে বাংলার অন্যতম পর্যবেক্ষক অমিত মালব্য এবং মঙ্গল পাণ্ডে। এ দিন তাঁর যোগদানের সময় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু মজুমদার। এ ছাড়াও উপস্থিত ছিলেন দলের পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডেও।
বিজেপিতে যোগ দিয়ে তাপস জানান, তিনি আর কখনও অন্য দলে যাবেন না। তিনি বলেন, “আগামীদিনে যাতে সকলে মিলে শান্তির বাংলা গড়তে পারি, সেই উদ্দেশেই শপথ নিয়ে আমি বিজেপিতে যোগদান করলাম।”
সদ্য সদ্য দল ছেড়েই একহাত নিলেন তৃণমূলকে। তাপস বলেন, “আজ থেকে বিজেপির পরিবারের ও মোদীজির পরিবারের সদস্য হলাম। যতদিন রাজনীতিতে আছি, ততদিন আমি এই পরিবারের সদস্য হিসেবে, আমার যা কর্তব্য, আমার যা দায়িত্ব, আমার ওপর ন্যস্ত হবে, আমি সেটা অত্যন্ত সুচারুরূপে পালন করব। আমি রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের কাছে কৃতজ্ঞ, তাঁরা আমাকে গ্রহণ করেছেন। সঙ্গে আমি এই কথাও বলি, বাংলার বুকে যে অরাজক পরিস্থিতি, যে সরকার শেখ শাহজাহানদের সরকার, উত্তম সর্দারের সরকার শিবু হাজরাদের সরকার। এই সরকার সংবিধান আইন কানুনের কথা বলে, কিন্তু হাইকোর্টের রায় মানে না, সুপ্রিম কোর্টের রায় মানে না। পশ্চিমবঙ্গ থেকে দলদস্যুদের সরিয়ে শান্তির বাংলা গড়তে পারি সেই লক্ষ্যেই বিজেপিতে যোগ দিলাম।”
অন্য দিকে, তাপস রায়ের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে আক্রমণ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, “ইডি হানার দুমাসের মধ্যেই বাংলা বিরোধী দলে যোগ দিলেন তাপর রায়। বিজেপি বাংলার মানুষকে কী চোখে দেখে এটাই তার প্রমাণ।”
Be First to Comment