তৃণমূলে যোগ দিলেন জন বার্লা। ছবি: রাজীব বসু
কোলফিল্ড টাইমস: প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ জন বার্লা আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিলেন। বৃহস্পতিবার কলকাতার তৃণমূল ভবনে তাঁর হাতে ঘাসফুল পতাকা তুলে দেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, মন্ত্রী অরূপ বিশ্বাস এবং নেতা জয়প্রকাশ মজুমদার।
বার্লার দলবদলের জল্পনা চলছিল অনেকদিন ধরেই। অবশেষে ছাব্বিশের লোকসভা ভোটের আগে উত্তরবঙ্গের রাজনৈতিক সমীকরণে বড়সড় মোড় আনলেন জন বার্লা।

নতুন দলে যোগ দিয়েই বিজেপি শীর্ষ নেতৃত্ব এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন তিনি। সঙ্গে উত্তরবঙ্গের চা বাগানে তৃণমূলের সংগঠনকে জোরদার করবেন বলেও মত প্রকাশ করেন।
প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে ২ লাখের বেশি ভোটে জয়ী হয়ে সাংসদ হয়েছিলেন জন। ২০২১ সালে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব পান জন। কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার লোকসভায় প্রার্থীবদল করে বিজেপি। জনের বদলে টিকিট দেওয়া হয় মাদারিহাটের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের মুখ্যসচেতক মনোজ টিগ্গাকে।



Be First to Comment