Press "Enter" to skip to content

ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে উঠে এল আরজি কর প্রসঙ্গ, কথা থাকলেও এলেন না ফিরহাদ হাকিম

অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের ৪৬তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান হয়ে গেল রবিবার সন্ধ্যায়। রবীন্দ্রসদনের এই মনোজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা। উদ্যোক্তাদের বক্তব্যে একাধিক বার উঠেজ এল আরজি কর প্রসঙ্গ। অন্য দিকে, আসার কথা থাকলেও অনুষ্ঠান মঞ্চে দেখা গেল না মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিমকে

এই অনুষ্ঠানে বিশেষ অতিথি এর আসন অলংকৃত করেন রামকৃষ্ণ বেদান্ত মঠের সাধারণ সম্পাদক স্বামী আত্মবোধানন্দ। এ ছাড়া ছিলেন ক্লাবের সভাপতি প্রান্তিক সেন, সাধারণ সম্পাদক ইমনকল্যাণসেন এবং প্রতিষ্ঠাতা সদস্য শম্ভুপ্রসাদ সেন-সহ প্রবীণ ও নবীন সাংবাদিক এবং তাঁদের পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল কলকাতার মেয়র এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের, কিন্তু ব্যক্তিগত কারণে তিনি এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। তবে অডিও মেসেজে তিনি এই অনুষ্ঠানের সাফল্য কামনা করেন।

স্বাগত ভাষণে ক্লাবের সভাপতি প্রান্তিক সেন জানান, সাংবাদিকদের এই সংগঠন সারা বছর ধরেই বিভিন্ন রকমের অনুষ্ঠান আয়োজন করে থাকে। বর্তমানে ক্লাবের সদস্য সংখ্যা প্রায় পাঁচশোর কাছাকাছি। সকলে মিলে ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন তিনি। পাশাপাশি তিনি বলেন, “আমার শহর কলকাতা আজ ভালো নেই। আরজি কর হাসপাতালের ঘটনায় উত্তাল গোটা রাজ্য দেশ। আমরাও এই ঘটনার সঠিক তদন্ত এবং অপরাধীদের কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছি”।

অন্যদিকে, সাধারণ সম্পাদক ইমনকল্যাণ সেন এই অনুষ্ঠান থেকেই ক্লাবের নতুন কার্যালয় প্রাপ্তির ঘোষণা করেন। তিনি জানান, একই ভবনের দ্বিতীয় তলে নতুন কার্যালয়টি পুরোনোর চেয়ে আকারে প্রায় দ্বিগুণ। ফলে ক্লাবের অভ্যন্তরীণ কর্মসূচিগুলি আরও ব্যাপক আকারে আয়োজন করা সম্ভব হবে। ক্লাবের লাইব্রেরিতে থাকা বইপত্তরগুলি পড়ার সুযোগ মিলবে সাংবাদিকতায় আগ্রহীদের। পাশাপাশি ক্লাবের উদ্যোগে যে সাংবাদিকতায় প্রশিক্ষণশালার আয়োজন করা হয়, তাতেও অংশগ্রহণকারীর সংখ্যা সহজেই বাড়ানো যাবে। সর্বোপরি বর্তমানে ছ’তলায় ওঠার, বিশেষ করে লিফট অকেজো হয়ে গেলে যে দুর্ভোগ পোহাতে হয়, সেই সমস্যার নিরসন হবে। আরজি কর প্রসঙ্গে তিনি বলেন, “অবিলম্বে এই ঘটনার অপরাধীদের চিহ্নিত করে এমন শাস্তি দিতে হবে, যাতে আগামী দিনে এ ধরনের ঘটনার শিকার আর কাউকে না হতে হয়। আমরা আরজি করের নিহত চিকিৎসকের ন্যায্য বিচারের দাবি জানাচ্ছি”।

এই অনুষ্ঠানে দক্ষিণবঙ্গের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা কোর্সে শীর্ষ স্থানাধীকারী-সহ এ বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ ক্লাব সদস্যদের সন্তান-সন্ততিদের সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানের বিশেষ অতিথি স্বামী আত্মবোধানন্দ ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানান। সততা বজায় রেখে সংবাদ সংগ্রহ এবং পরিবেশনের পরামর্শ দেন তিনি। তাঁর কথায়, এতে দেশ ও দশের ভালো। বর্ষপূর্তি অনুষ্ঠান মঞ্চ থেকেই ক্লাবের পত্রিকা ‘সাংবাদিক’ – এর নতুন সংখ্যা উদ্বোধন করেন প্রবীণ সাংবাদিক শম্ভু সেন। অনুষ্ঠানের শেষ পর্বে সঙ্গীত পরিবেশন করেন মনোময় ভট্টাচার্য।

More from রাজ্যMore posts in রাজ্য »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *