কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় বড় পদক্ষেপ নিল সিবিআই। শনিবার, এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। এর আগে দুর্নীতি সংক্রান্ত মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। এবার তাঁর বিরুদ্ধে সরাসরি ধর্ষণ এবং খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নতুন করে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া, এই ঘটনায় গ্রেফতার হয়েছেন টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল। অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ, তিনি ওই চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলায় এফআইআর রুজু করতে দেরি করেছেন এবং গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ লোপাটে সহায়তা করেছেন। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, তিনি তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন, যা মামলার অগ্রগতিকে বাধাগ্রস্ত করেছে।
এই দুই উচ্চপদস্থ ব্যক্তির গ্রেফতারির পর ঘটনাটি নতুন মোড় নিয়েছে। আদালতের নির্দেশে সিবিআই এখন এই মামলার তদন্ত করছে। তদন্তে নতুন কোন দিক উঠে আসে, তার দিকে নজর রাখছে রাজ্যের মানুষ।

আগেই চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন এক সিভিক ভলান্টিয়ার। তিনি এখন সিবিআই হেফাজতে রয়েছে। অর্থাৎ, সংশ্লিষ্ট মামলায় গ্রেফতারির সংখ্যা দাঁড়াল তিন। প্রাক্তন অধ্যক্ষের গ্রেফতারির খবর পৌঁছতেই সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসা চিকিৎসকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।




Be First to Comment