Press "Enter" to skip to content

বাকি ৪ কেন্দ্রে বিজেপির প্রার্থী কারা? তৃণমূলের মঞ্চ থেকে জানালেন অভিষেক

অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে সামনে রেখে বিজেপিকে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বীরভূম, আসানসোল, ডায়মন্ড হারবার, ঝাড়গ্রামে বিজেপির প্রার্থী করার পরামর্শ। চার কেন্দ্রীয় সংস্থার ডিরেক্টরকে প্রার্থী করার পরামর্শ অভিষেকের।

বাংলার ৪২টি লোকসভা আসনের মধ্যে এখনও চার আসনে প্রার্থী ঘোষণা করতে পারেনি বিজেপি। শনিবার মথুরাপুরের নির্বাচনী জনসভা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই জানিয়ে দিলেন, ওই চার কেন্দ্রে কাদের প্রার্থী হিসাবে বেছে নিতে পারে বিজেপি।

কুলপির এই নির্বাচনী জনসভা থেকে অভিষেক বললেন, ‘‘বিজেপি ডায়মন্ড হারবারে প্রার্থী পাচ্ছে না! চারটি কেন্দ্রে এখনও প্রার্থী দিতে পারেনি। আমি বলব, মেঘের আড়াল থেকে খেলে লাভ নেই। ইডি, সিবিআই, এনআইএ এবং ইনকাম ট্যাক্সের ডিরেক্টরকে ওই চার কেন্দ্রে প্রার্থী করে দিন। ওঁরা অনেক তল্পিবাহকতা করেছেন। মেঘনাদের মতো মেঘের আড়ালে না থেকে এ বার আসুন জনতার দরবারে, লড়াই হোক।’’

একইসঙ্গে, এ দিনের জনসভা থেকে বিশেষ শর্তে ৪২ আসনেই প্রার্থী প্রত্যাহারের চ্যালেঞ্জও ছুড়লেন তৃণমূলের সেনাপতি। অভিষেক বললেন, “লক্ষ্মীর ভাণ্ডার বাদ দিন। শুধু আগামী পাঁচ বছর রান্নার গ্যাস বিনামূল্যে দিয়ে দেখাক বিজেপি। তাহলে ৪২ কেন্দ্র থেকেই প্রার্থী তুলে নেব।”

শুধু তাই নয়, লক্ষ্মীর ভাণ্ডারের বিকল্প হিসাবে বিজেপি যে প্রতিশ্রুতি দিচ্ছে, তাকেও কটাক্ষ করতে ছাড়লেন না অভিষেক। বললেন, “বিজেপি নেতারা বলছেন, ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার দেবেন। তাও আবার এক হাজার বা দু’হাজার নয়, তিন টাকা করে। আপনারা দেশের ১৭টি রাজ্যে ক্ষমতায় রয়েছেন, কোথাও একা, কোথাও জোটে। উত্তরপ্রদেশ, গুজরাত, রাজস্থানে তো তৃণমূল নেই! আপনাদের সরকার রয়েছে। অসমেও আপনাদের সরকার। এর মধ্যে একটি রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার চালু করে দেখান, তিন হাজার নয়, দেড় হাজার টাকা করেই দিয়ে দেখান। আমি রাজনীতি ছেড়ে দেব।”

More from রাজ্যMore posts in রাজ্য »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *