কোলফিল্ড টাইমস, কলকাতা: দক্ষিণবঙ্গে জারি রয়েছে প্রবল আগুন ঝরা অবস্থা। বর্ষা এখনও ঢোকেনি, আর আপাতত ঢোকার সম্ভাবনাও নেই। ফলে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের মানুষকে সহ্য করতে হবে শুষ্ক, উষ্ণ ও ঘর্মাক্ত আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় অস্বস্তি আরও বাড়বে।
১২ জুন পর্যন্ত বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। মৌসুমি বায়ু উত্তরবঙ্গে থমকে আছে। ঝড়বৃষ্টির সম্ভাবনাও প্রায় নেই। কলকাতা-সহ হাওড়া, হুগলি, বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া জেলায় তীব্র গরম অনুভূত হবে। আগামী কয়েক দিন দিনের তাপমাত্রা ৩৬ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে।
আজ সোমবার সকালেই কলকাতার তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৭ থেকে ৯৪ শতাংশ। ফলে অস্বস্তি আরও বাড়াবে ঘামভেজা পরিস্থিতি।

উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে মালদহ ও দুই দিনাজপুরে তাপমাত্রা আরও বাড়বে।
বুধবারের পর উপকূলবর্তী কয়েকটি জেলায় ঝড়বৃষ্টি হতে পারে বলে হালকা ইঙ্গিত মিলেছে। তবে আপাতত দক্ষিণবঙ্গবাসীর জন্য গরম-অস্বস্তির এই পরিস্থিতি থেকে মুক্তি নেই।



Be First to Comment