কোলফিল্ড টাইমস: বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু ঘোষের আগের পক্ষের ছেলের রহস্যমৃত্যু। কলকাতার নিউটাউনের একটি আবাসন থেকে উদ্ধার হল দেহ। দিলীপের স্ত্রী রিঙ্কু মজুমদারের আগের পক্ষের ছেলের নাম প্রীতম দাশগুপ্ত ওরফে সৃঞ্জয়। আজ সকালে শাপুরজি আবাসন থেকে উদ্ধার দেহ।
বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে আরজি কর মেডিক্যাল কলেজে।
সৃঞ্জয়, যাঁর ডাকনাম ছিল প্রীতম, পেশায় ছিলেন এক তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী। সল্টলেকেই কর্মস্থল ছিল তাঁর। মাত্র ২৫ বছর বয়সেই রহস্যজনক ভাবে মৃত্যু হল তাঁর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। তবে এটি অস্বাভাবিক মৃত্যু বলেই মনে করা হচ্ছে।

উল্লেখযোগ্য ভাবে, গত ১৮ এপ্রিল দিলীপ ও রিঙ্কু বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার পর একমাসও কাটল না, রিঙ্কুর আগের পক্ষের ছেলের রহস্যমৃত্যু ঘটল।



Be First to Comment