Press "Enter" to skip to content

বিতর্কিত মন্তব্য দিয়েই প্রচার শুরু দিলীপের, মুখ্যমন্ত্রীর নাম না করে শোনালেন ‘কুকথা’

অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা,, দুর্গাপুর: দুর্গাপুরে বিতর্কিত মন্তব্য করার মধ্য দিয়ে এই রাজ্যের মিডিয়ার লাইন লাইটে থাকতে চাইছেন বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ। এমনটাই দাবি তৃণমূলের। দুর্গাপুরে প্রাতঃভ্রমণে প্রচার শুরু করার সঙ্গে সঙ্গেই দিলীপ ঘোষ একের পর এক বিতর্কিত মন্তব্য করেন।

বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ বলেন, “কোনো সরকার দীর্ঘস্থায়ী হয় না । আমি লালুপ্রসাদ যাদবের, মুলায়ম সিংহের সরকার দেখেছি। পুলিশ অফিসারদের সঙ্গে আমি কথাও বলি না। পুলিশ এমন কিছু যেন না করে, যাতে ঘরে বসে টিভিতে নির্বাচন দেখতে হয়। তারা তাদের কাজ করুক, আমরা আমাদের কাজ করব।”

এ ভাবেই দুর্গাপুর থেকে এক প্রকার পুলিশকে হুঁশিয়ারি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের।

দুর্গাপুরের চতুরঙ্গ ময়দানে মঙ্গলবার সকালে প্রাতঃভ্রমণের মধ্য দিয়ে এ বারের লোকসভা নির্বাচনের প্রচার শুরু করেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তৃণমূল প্রার্থী সম্পর্কে তিনি বলেন, “কীর্তি আজাদ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। তাঁকে আমি দাদার মতো সম্মান করি। তিনি দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। কিন্তু বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের কতটুকু চেনেন তিনি? ভাতার -মন্তেশ্বর এগুলো কি উনি চেনেন?”

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আগে এখানকার মানুষ আমাকে আশীর্বাদ তো করুন তারপর না হয় আমি আমার ভোটার কার্ড এখানেই পরিবর্তন করে নিয়ে আসব।”

এরপরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন, “সন্দেশখালিতে বুদ্ধিজীবীরা যাননি। সেখানে মা-বোনদের ওপর অকথ্য অত্যাচার নির্যাতন হয়েছে। তাই সেখানকার মা-বোনেদের প্রতীক হিসাবে রেখা পাত্রকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে বিজেপি।”

তিনি বলেন, কীর্তি আজাদ এবং শত্রুঘ্ন সিনহা দুজনেই কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন।

পাশাপাশি দিলীপ ঘোষ এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম না করে বেলাগাম মন্তব্য করে বলেন, “তিনি (কীর্তি আজাদ) যে দিদির হাত ধরে এসেছেন, তাঁর পা টলছে। তাঁকে তাঁর বাড়ির লোকেরাই ধাক্কা মেরে ফেলে দিয়েছে । বাংলার লোক কখন ধাক্কা মারবেন উনি বুঝতেই পারবেন না। বাংলা নিজের ভাইপোকেই চায়।”

দিলীপ আরও বলেন, “মুখ্যমন্ত্রী গোয়াতে গিয়ে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরাতে গিয়ে বলেন আমি ত্রিপুরার মেয়ে। আসলে উনি আগে বাপ তো ঠিক করুন। যার-তার মেয়ে হওয়া ঠিক নয়।”

More from রাজ্যMore posts in রাজ্য »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *