Press "Enter" to skip to content

‘কুকথা’য় শো কজ কমিশনের, উত্তর দিলেন দিলীপ ঘোষ

অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছিলেন বিদায়ী সাংসদ এবং বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। পদক্ষেপ করেছিল নির্বাচন কমিশন। সে বিষয়েই কারণ দর্শাতে বলা হয়েছিল বিজেপি প্রার্থীকে। এ বার সেই উত্তর দিলেন দিলীপ।

দুর্গাপুরের চতুরঙ্গ ময়দানে গত মঙ্গলবার সকালে প্রাতঃভ্রমণের মধ্য দিয়ে এ বারের লোকসভা নির্বাচনের প্রচার শুরু করেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সেখানেই তিনি এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম না করে বেলাগাম মন্তব্য করে বলেন, “মুখ্যমন্ত্রী গোয়াতে গিয়ে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরাতে গিয়ে বলেন আমি ত্রিপুরার মেয়ে। আসলে উনি আগে বাপ তো ঠিক করুন। যার-তার মেয়ে হওয়া ঠিক নয়।”

তাঁর এ ধরনের মন্তব্যের ব্যাখ্যা চেয়ে মঙ্গলবার রাতেই দিলীপকে শোকজ করে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। চিঠি পেলেও বেপরোয়া দিলীপ ভাঙেন তবু মচকাননি। নিজের মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করলেও নিজের অবস্থানে অনড় তিনি। শুভেন্দু অধিরাকীকে তৃণমূলের আক্রমণের প্রসঙ্গ টেনে দিলীপ বলেন, এই ধরনের মহিলা কার্ড খেলা বন্ধ হোক। তিনি বলেন, “আমার ভাষা শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে। দলও বিষয়টি নিয়ে বলেছে। এর জন্য আমি দুঃখিত। আমার দলের নেতা শুভেন্দু অধিকারীর নামে ও তাঁর পরিবারের নামে ওরা যা খুশি বলবে, গালাগালি করবে কেন? তখন তৃণমূলের কেউ প্রতিবাদ করে না। পুরুষ বলে কি তাঁর ও তাঁর বাবার কোনো সম্মান নেই? শুভেন্দুর বাবা একজন বরিষ্ঠ রাজনীতিবিদ। কেবল মহিলা বলে তাঁর সম্মানের প্রশ্ন উঠবে?”

অন্য় দিকে, দিলীপ ঘোষের কুরুচিকর মন্তব্য নিয়ে নির্বাচন কমিশনের কলকাতা দফতরে গিয়ে অভিযোগ জানান তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধিদল। রাজ্যের শাসকদলের তরফে এই বিষয়ে লিখিত অভিযোগ জানিয়ে দিলীপ ঘোষের বিরুদ্ধে পদক্ষেপ করার আর্জি জানানো হয়েছে। জানা যায়, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অফিসকে রিপোর্ট চেয়ে পাঠায় কমিশন।

চলতে থাকা এই বিতর্কের আবহেই পদক্ষেপ করেছিল নির্বাচন কমিশন। বিতর্কিত মন্তব্যের জন্য শো কজ করা হয় দিলীপ ঘোষকে। কারণ দর্শাতে বলা হয়েছিল বিজেপি প্রার্থীকে। এ বার সেই উত্তর দিলেন দিলীপ। জানা যাচ্ছে, বিতর্কিত ওই মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেছেন তিনি। কাউকে আঘাত করার অভিপ্রায়ে ওই মন্তব্য ছিল না , সে কথাও জানিয়েছেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী।

More from রাজ্যMore posts in রাজ্য »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *