দিলীপ ঘোষ। প্রতীকী ছবি
অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: এ বারের লোকসভা ভোটে বর্ধমান-দুর্গাপুরে প্রার্থী হয়েছেন দিলীপ ঘোষ। নাম ঘোষণার সঙ্গেই নিজের নির্বাচনী কেন্দ্রে পৌঁছে গিয়েছিলেন। জোর কদমে চালাচ্ছিলেন প্রচার। এরই মধ্যে তাঁর নিজের জায়গা ছেড়ে পাড়ি দিলেন আন্দামানে। কী কারণে?
শনিবার আন্দামান দ্বীপপুঞ্জে গেলেন দিলীপ ঘোষ। তবে মাত্র একদিনের জন্যই আন্দামানে গেলেন তিনি। মূলত বন্ধুর হয়ে প্রচারে যাচ্ছেন তিনি। মাত্র একদিনের বিরতি রেখেই তিনি আন্দামানে গেলেন বলে খবর। দিলীপ জানান,আন্দামান তাঁর হাতের তালুর মতো চেনা, সেখানকার মানুষও। তাই ভোটের হাওয়ায় দিলীপের ওপর ভরসা রাখছেন সেখানকার বিজেপি প্রার্থী বিষ্ণুপদ রায়। সেখানে কাজ সেরেই ফের বর্ধমান-দুর্গাপুরে ফিরবেন দিলীপ।

দিলীপ ঘোষ নিজে সংবাদমাধ্য়মে জানিয়েছেন, “তিনবার জিতেছেন বিষ্ণুপদ। আমার পুরনো বন্ধু। গতবার খুব কম ভোটে হেরেছিল ওই আসনে। এ বার বিজেপি জিতবে।”
আন্দামান যাওয়ার সময় এয়ারপোর্টে দাঁড়িয়ে বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী তথা মেদিনীপুরের বিদায়ী সাংসদ বলেন, “দিলীপ ঘোষ মানুষের সঙ্গে আছে। আন্দামান আমার পুরোনো জায়গা। একদিনের জন্য আজ যাচ্ছি। কাল ফিরে আসব।”
একইসঙ্গে, তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে একহাত নিয়ে দিলীপের মন্তব্য, “ওনার দুর্ভাগ্য। ওনাকে তৃণমূল এমন ফাঁসিয়েছে, উনি আর বেরোতে পারছেন না। রেজাল্ট হলে বুঝতে পারবেন। কঠিন ফাঁদে পা দিয়েছেন। ওনার পার্টি ওনাকে সাহায্য করছে না। আমি যদি উল্টে বলি, ওনার পার্টির লোকেরা আমাকে সাহায্য করছে। কীর্তি আজাদের বাংলার রাজনীতি বুঝতে সময় লাগবে।”
বলে রাখা ভালো, আন্দামানে ভোট একেবারে প্রথম দফায়। দিলীপের ভোটের অবশ্য এখনও দেরি আছে। চতুর্থ দফায় ১৩ মে। ফলে এখন বন্ধুর হয়ে প্রচারে চললেন দিলীপ। ফিরতে পারেন রবিবার।




Be First to Comment