Press "Enter" to skip to content

মার্কিন প্রেসিডেন্টের হস্তক্ষেপে ক্ষোভে ফুঁসছে কংগ্রেস, ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ কলকাতায়

ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তুলিকা দাহ। ছবি: রাজীব বসু

কোলফিল্ড টাইমস: ভারতের অভ্যন্তরীণ সিদ্ধান্তে হস্তক্ষেপ এবং সার্বভৌমত্বে আঘাতের প্রতিবাদে রীতিমতো তীব্র প্রতিক্রিয়া জানাল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। পহেলগাঁও হামলায় নিহত ২৬ জন নিরীহ ভারতীয়ের সুবিচারের দাবিতে এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ‘অযাচিত মন্তব্যের’ প্রতিবাদে কংগ্রেস আজ, ১৪ মে ২০২৫, বিকেল ৪টা ৩০ মিনিটে কলকাতার বিড়লা তারামন্ডলের পাশে ইন্দিরা গান্ধীর মূর্তির পাদদেশে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

বিক্ষোভ চলাকালীন ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করা হয়। কংগ্রেস নেতারা বলেন, “ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপ আমরা কিছুতেই মেনে নিতে পারি না। দেশের গরিমা ও স্বাধীনতা রক্ষায় লড়াই চলবে।”

এদিনের কর্মসূচিতে প্রদেশ কংগ্রেসের একাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। রাজ্য নেতৃত্বের দাবি, “যে দেশ আমাদের শহিদদের রক্তকে অবজ্ঞা করে, তাদের নেতার এমন মন্তব্য চরম অসম্মানজনক। তারই প্রতিক্রিয়ায় আজকের প্রতিবাদ।”

More from রাজ্যMore posts in রাজ্য »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *