কলকাতা: রবিবার আরও তিন আসনে প্রার্থী ঘোষণা করল জাতীয় কংগ্রেস। এই নিয়ে বাংলার ৪২টি আসনের মধ্যে ১৩টিতে প্রার্থী দিল দল।
এ দিন এআইসিসির তরফে প্রার্থীদের নাম ঘোষণা করেন সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল। উলুবেড়িয়া কেন্দ্রে প্রার্থী করা হয়েছে পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের সভাপতি আজহার মল্লিককে। বনগাঁ আসনে প্রার্থী হয়েছেন প্রদীপ বিশ্বাস। ঘাটালে প্রার্থী করা হয়েছে পাপিয়া চক্রবর্তীকে।
একই সঙ্গে ভগবানগোলা উপনির্বাচনের প্রার্থীর নামও ঘোষণা করেছে কংগ্রেস। মুর্শিদাবাদের ভগবানগোলায় উপনির্বাচনে প্রার্থী করা হয়েছে অঞ্জু বেগমকে।





Be First to Comment