অনলাইন কোলফিল্ড টাইমস: তিলোত্তমা কলকাতা একদিকে পুজোর কার্নিভালে মেতে উঠেছে, অন্যদিকে ধর্মতলার রাজপথে চলছে প্রতিবাদের উত্তাল স্রোত।
পুজোর আনন্দে যখন রেড রোড মাতোয়ারা, সেই সময়েই জুনিয়র ডাক্তারদের ডাকে ধর্মতলায় তৈরি হয়েছে দ্রোহের পরিবেশ। একদিকে ধনুচি নাচ, কাসর-ঘণ্টার আওয়াজ, ঢাকের তালে মেতেছে পুজোর কার্নিভাল, অন্যদিকে রণমূর্তিতে জনতা হাতে প্ল্যাকার্ড নিয়ে নেমেছে রাজপথে, মুখে একটাই স্লোগান—‘জাস্টিস ফর আরজি কর’।
ধর্মতলায় জনস্রোতের মতো মানুষের ভিড় বাড়তে থাকে। ডাক্তারদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন বয়সের মানুষ, ছাত্র থেকে প্রবীণরা, সকলে প্রতিবাদে শামিল হয়েছে। ডোরিনা ক্রসিং অবরুদ্ধ, মানববন্ধন ক্রমেই ছড়িয়ে পড়ছে রাজপথ জুড়ে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে আরও বেশি মানুষ যোগ দেন এই প্রতিবাদে, যেন থামার কোনো লক্ষণ নেই।
একদিকে পুজোর কার্নিভালে সেজে উঠেছে কলকাতার রাস্তা, রেড রোডে চলছে বর্ণাঢ্য শোভাযাত্রা, অন্যদিকে ধর্মতলায় চলেছে তপ্ত স্লোগানে উত্তাল প্রতিবাদ। শহরজুড়ে তৈরি হয়েছে এক অদ্ভুত দ্বৈত পরিবেশ—উৎসবের আনন্দ ও প্রতিবাদের তেজ।
তিলোত্তমা কলকাতা আজ সাক্ষী থাকল এই দুই বিপরীতমুখী ঘটনাপ্রবাহের। একদিকে উৎসবের আবেশ, অন্যদিকে ক্ষোভের বহিঃপ্রকাশ। শহরের বুকে এমন দ্বৈত চিত্র দেখল কলকাতার মানুষ, যা প্রমাণ করে দেয় যে এই মহানগর শুধু উৎসবের নগরী নয়, প্রতিবাদেরও।
Be First to Comment