Press "Enter" to skip to content

কোল ইন্ডিয়ার নতুন নীতি ঘোষণা, অ-নিয়ন্ত্রিত খাতের জন্য কয়লা সরবরাহে শিথিলতা

কয়লা সরবরাহের নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনল কোল ইন্ডিয়া। ২০২৪ সালের ১৩ নভেম্বর ঘোষিত নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে অ-নিয়ন্ত্রিত খাতের (Non-Regulated Sector, NRS) গ্রাহকরা বার্ষিক চুক্তিকৃত পরিমাণ (ACQ)-এর অতিরিক্ত কয়লা সরবরাহ পেতে পারবেন।

এত দিন গ্রাহকরা নিজেদের স্থাপিত ক্ষমতার ৮৫ শতাংশ পর্যন্ত কয়লা লিঙ্কেজ পেতে পারতেন। নতুন নীতিতে, অ-নিয়ন্ত্রিত খাতের গ্রাহকরা এসিকিউ-র অতিরিক্ত কয়লা সরবরাহ পেতে পারবেন। তবে, ১০০ শতাংশ এসিকিউ-র উপরে সরবরাহকৃত কয়লার জন্য বিড মূল্যের ৫০ শতাংশ পারফরম্যান্স ইনসেন্টিভ নেওয়া হবে।

গ্রাহকরা এখন একই উপ-ক্ষেত্রের অধীনে তাদের নিজস্ব কারখানাগুলির মধ্যে কয়লা স্থানান্তর করতে পারবেন। রেল ও সড়ক পরিবহনের মধ্যে বিনামূল্যে পরিবহন পদ্ধতি পরিবর্তনের সুযোগ পাবেন।

কোল ইন্ডিয়ার দীর্ঘমেয়াদি লিঙ্কেজ নিলাম ২০১৬ সালে শুরু হয়। ইতিমধ্যেই সাতটি ধাপে মোট ১৭৭.৬ মিলিয়ন টন কয়লা বরাদ্দ করা হয়েছে। নিলামের সময়কাল কমিয়ে বছরে গড়ে ১.৫টি নিলাম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে আগে প্রতি ১৮ মাসে একটি নিলাম হতো।

আগামী অষ্টম ধাপের লিঙ্কেজ নিলাম নতুন নীতির আওতায় হবে এবং প্রাথমিক ভাবে সিমেন্ট ও ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট খাতগুলির জন্য ফোকাস করা হবে।

ওয়াকিবহাল মহলের মতে, কোল ইন্ডিয়ার এই নতুন নীতির ফলে অ-নিয়ন্ত্রিত খাতের গ্রাহকদের কয়লা সরবরাহ ব্যবস্থায় আরও শিথিলতা ও কার্যকারিতা আসবে বলে আশা করা হচ্ছে।

More from রাজ্যMore posts in রাজ্য »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *