অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: সোমবার পানিহাটিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজি কর হাসপাতালে ধর্ষণের পরে খুন হওয়া মহিলা চিকিৎসকের বাড়ি যান তিনি। এ দিন দুপুর ১টা নাগাদ ওই মহিলা চিকিৎসকের বাড়ি পৌঁছন মুখ্যমন্ত্রী।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর পরই মুখ্যমন্ত্রী ফোনে কথা বলেছিলেন নিহত চিকিৎসকের পরিবারের সঙ্গে। আরজি কর কাণ্ডের পর নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন শোভনদেব চট্টোপাধ্যায় এবং সৌগত রায়। সিবিআই তদন্তের পরামর্শ দিয়েছিলেন তাঁরা। সোমবার সরাসরি মুখ্যমন্ত্রী দেখা করতে গেলেন ওই নিহত মহিলা চিকিৎসকের পরিবারের সঙ্গে।
নির্যাতিতার বাড়িতে গিয়ে মমতা বলেন, “পুলিশ ছিল, সবাই ছিল। তারপরও কী করে এই ঘটনা ঘটল বুঝতে পারছি না”। পরিবারের সঙ্গে কথা বলে মমতা বলেন, রবিবারের মধ্যে পুলিশ তদন্ত শেষ করতে না পারলে সিবিআইকে তদন্তভার দেওয়া হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে (শুক্রবার ভোরে) ওই তরুণী চিকিৎসককে (স্নাতকোত্তরের দ্বিতীয় বর্ষের পড়ুয়া ছিলেন) আরজি কর হাসপাতালের মধ্যেই ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। আরজি করের ঘটনায় ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তকে। শুরু হয়েছে তদন্তও। হাসপাতালের পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। প্রতিবাদের মুখে আরজি কর হাসপাতালের সুপারের পর এ দিনই অধ্যক্ষ সন্দীপ ঘোষ আজ পদত্যাগ করেছেন। যদিও তারপরেও কর্মবিরতি চলছে।




Be First to Comment