অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: বিচারপতি পদ ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। বৃহস্পতিবার তাঁর পদ্ম-শিবিরে যোগদানের দিনেই একটি কর্মসূচিতে অংশ নিয়ে নাম করে তাঁর উদ্দেশে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এ দিন আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে মিছিলের শেষে সভায় স্পষ্ট হুঁশিয়ারির সুরে মমতা বলেন, “আমাকে বলছে তোমাদের যা সব রায় বেরোচ্ছে, এ দেখে তো রয়াল বেঙ্গল টাইগাররাও পালিয়ে যাবে ভয়ে। আমি বললাম কেউ কেউ আছেন কী আর করবেন? এরা কেউকেটা। তবে আমি খুশি এদের মুখোশটা বেরিয়ে গিয়েছে। মুখোশ খুলে পড়েছে। মুখ এবং মুখোশ। আমরা প্রথম থেকে বলছিলাম হাজার হাজার চাকরি গিয়ে বড় নেতা হয়ে গিয়েছিলেন। অভিষেককে তো রোজ নাম করে রোজ গালাগালি দিত। অনেক কিছু দেখেছি আমি। আজ কোথায় গেলেন আপনি?”
শোনা যাচ্ছে, বিজেপিতে যোগ দিয়েই আসন্ন লোকসভা ভোটে প্রার্থী হতে পারেন অভিজিৎ। একইসঙ্গে প্রাক্তন বিচারপতিকে মুখ্যমন্ত্রীর চ্য়ালেঞ্জ, ‘‘কাল থেকে আপনার রায় জনগন দেবেন। তৈরি থাকুন! আপনি যেখানেই দাঁড়াবেন, আমি ছাত্রদের নিয়ে যাব। তারা আপনার বিরুদ্ধে বলবে! আপনি হাজার হাজার ছাত্রের চাকরি খেয়েছেন।’’
তবে এমন বক্তব্য পেশ করতে গিয়ে একটি বারের জন্যও অভিজিতের নাম উল্লেখ করেননি মমতা। কিন্তু তাঁর বক্তব্য থেকে বুঝতে অসুবিধা হয় না, কার উদ্দেশে তিনি কথাগুলি বলেছেন। বিশেষ করে মমতা যখন বলেন, ‘‘এঁদের দিকে তাকিয়ে মানুষ বিচার পাবে? বিচারের চেয়ারে বসে রোজ একটা করে পিল (পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন) গিলছে! রবীন্দ্রনাথ লিখে গিয়েছিলেন, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে’’, তখন স্পষ্টতই বোঝা যায়, তিনি কাকে উদ্দেশ্য করে কথাগুলি বললেন!
Be First to Comment